For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাংলার জেলায় জেলায় বিক্ষোভ

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাংলার জেলায় জেলায় বিক্ষোভ

  • |
Google Oneindia Bengali News

বীরভূম জেলার নলহাটি, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিক্ষোভ দেখানো হয়েছে ওমরপুরে, জাতীয় সড়কেও। সিএবি-র প্রতিবাদে বিক্ষোভ। বেলডাঙা স্টেশনে ভাঙচুর। রেল লাইনের ওপর আগুন। উলুবেড়িয়া স্টেশনেও বিক্ষোভ। এর ফলে হাওড়া খড়্গপুর সেকশনে ট্রেন চলাচল বন্ধ। বিভিন্ন স্টেশনে দাড়িয়ে দূরপাল্লার ট্রেন।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাংলার জেলায় জেলায় বিক্ষোভ

করমন্ডল এক্সপ্রেস ট্রেন দাডিয়ে উলুবেড়িয়া স্টেশনে। ট্রেনের যাত্রী দের নামিয়ে দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরও নামিয়ে দেওয়া হয়েছে উলুবেড়িয়া স্টেশন। ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে বলে অভিযোগ যাত্রীদের।

ইস্ট কোস্ট এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, কুরলা এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন আটকে আছে উলুবেড়িয়া স্টেশনে বিক্ষোভের জেরে। সিএবি-র প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়।

রেল লাইনের ওপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা স্টেশনেও। ভাঙচুর করা হয় স্টেশনে। এক জন রেল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ।

সব চেয়ে বেশি বিক্ষোভ দেখানো হয়েছে হাওড়া জেলার উলুবেড়িয়া স্টেশনে। স্টেশনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

এই ঘটনার জেরে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় কান্ডারী এক্সপ্রেস, কুরলা এক্সপ্রেস, রাজ্য রানী এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন। লোকাল ও ই এম উ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এই দিন এর আগে উলুবেড়িয়ার নিমদিঘির নরেন্দ্র মোড়, ৬ নম্বর জাতীয় সড়কে র ওপর অবরোধ করা হয়। একইভাবে বিক্ষোভ দেখানো হয়েছে বাগনান, গরুহাটা, পারিজাত এলাকায়।

শিয়ালদহ ডায়মন্ড হারবার শাখার বাসুলডাঙাতেও রেল লাইনের ওপর অবরোধ করা হয়। অবরোধ করা হয় বারুইপুর ডায়মন্ড হারবার শাখাতেও। ফলে বিপর্যস্ত হয় শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল।

English summary
Various district of Bengal is burning in protest of Citizenship Amendment Act
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X