For Quick Alerts
For Daily Alerts
চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যর অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর
শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মাটিগাড়ায়। পুলিস হিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার খড়িবাড়ি সংলগ্ন বাতাসিতে বাড়ি সামনে খেলার সময় একটি ট্রাক্টরের ধাক্কার জখম হয়েছিল শিশুটি। স্থানীয় পঞ্চায়েত প্রধান ভবতোষ মণ্ডলের পাঁচ বছরের ছেলে শ্রেয়ান মণ্ডলকে মাটিগাড়ার এক নার্সিংহোমে ভর্তি করা হয়। শ্রেয়ানের পরিবারের লোকেরা জানান নার্সিংহোমে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা বিভিন্ন টেস্ট করানোর পরে ডাক্তার জানান শিশুর অবস্থা ভাল। গত কাল রাতে হঠাৎ নার্সিংহোম থেকে ফোন করে জানানো হয় শিশুটি মারা গেছে । চিকিৎসকের গাফিলতিতেই শিশুটি মারা গেছে বলে অভিযোগ। নার্সিংহোমের ম্যানেজার কৌশিক মণ্ডল জানিয়েছেন রোগীর পরিজনরা নার্সিংহোমে ভাঙচুর করায় তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।