ত্রাণের দাবিতে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে
ত্রাণের দাবিতে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের ধসপাড়া-সুমতি নগর ১ নম্বর পঞ্চায়েতে। ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় উত্তেজিত সাধারণ জনতা। পরে সাগর থানা, সাগর উপকূল থানার পুলিশ ও কাকদ্বীপের সিআইয়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

গত মাসের আমফান ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বুলবুল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বিস্তীর্ণ এলাকায়। কিন্তু পঞ্চায়েতের প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি ত্রাণ। তারওপর আমফান ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা ত্রাণের দাবিতে বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন সুরাহা মেলেনি। এমনকি ত্রাণ দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ ও বেনিয়মের অভিযোগ উঠেছে।
ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পঞ্চায়েতের প্রধান শোভা মাইতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগও তোলেন স্থানীয়রা। এরপর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সোমবার পঞ্চায়েত অফিসে তালা মেরে বিক্ষোভ দেখান। বিক্ষোভ দেখানোর সময়ই স্থানীয়দের একাংশ পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ। এমনকি পঞ্চায়েতে মজুদ বুলবুল ও আমফানের ত্রাণ সামগ্রী লুট করে বাড়িতে নিয়ে যায়। পঞ্চায়েত অফিসের মধ্যে আটকে পড়েন পঞ্চায়েত প্রধানের সহকর্মীরা।
জানা গিয়েছে, উত্তেজিত জনতা স্থানীয় পঞ্চায়েত সদস্য পশুপতি আড়ির বাড়িতেও ভাঙচুর চালায়। বাড়ি থেকে বিভিন্ন সামগ্রী ও আসবাবপত্র বাড়ির বাইরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিমেষেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সাগর থানার বিশাল পুলিশবাহিনী। কিন্তু পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর সাগর উপকূল থানার পুলিশ ও কাকদ্বীপের সিআইয়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী হাজির হয় ঘটনাস্থলে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

পাশাপাশি, পঞ্চায়েত অফিস থেকে লুট হয়ে যাওয়া সামগ্রী বেশ কয়েকজন বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পরে পঞ্চায়েত অফিসের মধ্যে আটকে পড়া প্রধানসহ অন্যান্য কর্মীদেরকেও উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় বেশ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এক আইনজীবীকে ৫০ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট