For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তুঙ্গে টিকা রাজনীতি, ভ্যাকসিনের নয়া দামে তারতম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি মমতার

ভ্যাকসিনের নয়া দামে তারতম্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি মমতার

  • |
Google Oneindia Bengali News

কোভিশিল্ডের নতুন দাম প্রকাশের পরেই গোটা দেশে নতুন মাত্রা পেয়েছে টিকা রাজনীতি। এদিকে কেন্দ্র ও রাজ্যকে বিক্রি করা দামে বড়সড় তারতম্যের জেরে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে একাধিক রাজ্য। এবার এই বৈষম্যের আসল কারণ জানতে চেয়ে এমনকী গোটা প্রক্রিয়া সম্পর্কে চাঁচাছোলা ভাষায় ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যা নিয়ে প্রবল চাপানৌতর শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি মমতার

ক্ষোভ প্রকাশ করে মোদীকে চিঠি মমতার

এদিকে সম্প্রতি এক টুইটবার্তাতেও ভ্যাকসিনের দামে তারতম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেথা যায় মমতাকে। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মমতা টুইট করেন, "বিজেপি সব সময়ে এক দেশ, এক পার্টি, এক নেতা বলে চিৎকার করে। কিন্তু মানুষের জীবন বাঁচাতে তারা ভ্যাকসিনের একটা দাম ঠিক করতে পারে না।" এবার মোদীকে লেখা চিঠিতেও আর সুর চড়াতে দেখা যায় মমতাকে।

 দেশবাসীকে বিনামূল্য ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সুর চড়ান মমতা

দেশবাসীকে বিনামূল্য ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সুর চড়ান মমতা

ওই চিঠিতেই ভ্যাকসিনের দামে ( পড়ুন রাজ্যগুলি যে দামে টিকা কিনবে) সমতা রাখার পাশাপাশি সকল দেশবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারেও সুর চড়াতে দেখা যায় তাঁকে। পাশাপাশি সাধারণ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত বলেও সরব হতে দেখা যায় তাঁকে। এমনকী চিঠির প্রতি ছত্রে ছত্রে করোনা মোকাবিলায় মোদী সরকারের অদূরদর্শীতার ব্যাপারেও তীব্র আক্রমণ করতে দেখা যায় মমতাকে।

 কত হচ্ছে কোভিশিল্ডের নতুন দাম ?

কত হচ্ছে কোভিশিল্ডের নতুন দাম ?

এদিকে বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করে কোভিশিল্ডের নতুন দামের কথা জানায় সিরাম। অন্যদিকে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এক ডোজের করোনা টিকার মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। কিন্তু সরকারি হাসপাতালে তা পড়বে ৪০০ টাকা। যদিও কেন্দ্রের ক্ষেত্রে বহাল থাকছে আগের দামই। সহজ ভাবে বললে এখনও আগের মতো ১৫০ টাকার মূল্যেই করোনা টিকা পাবে কেন্দ্র। আর এই ঘোষণার পরেই তীব্র চাঞ্চল্য শুরু হয় রাজনৈতিক মহলে।

অক্সিজেনের হাহাকার দেশজুড়ে, 'ত্রাহি ত্রাহি' রবের মাঝে হাইভোল্টেজ বৈঠক থেকে বড় নির্দেশ মোদীরঅক্সিজেনের হাহাকার দেশজুড়ে, 'ত্রাহি ত্রাহি' রবের মাঝে হাইভোল্টেজ বৈঠক থেকে বড় নির্দেশ মোদীর

৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা

৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা

এদিকে এখন থেকে রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিও সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের থেকে ভ্যাকসিন কিনতে পারবে বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু ঘোষণা করলেও নতুন দামে তারতম্য নিয়ে বাড়ছে চাপানৌতর। অন্যদিকে আগামী ১ মে থেকে গোটা দেশে ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়া হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি দেশজোড়া বিতর্কের মধ্যেই আগামী ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে সার্বিক টিকাকরণের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Strong question in favor of free vaccination, Mamata wrote a letter expressing displeasure to Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X