For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিন রাজ্যে কাজে গিয়ে রহস্য মৃত্যু শ্রমিকের! গাইঘাটায় পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের সহস্য মৃত্যু। গুজরাত থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু উত্তর ২৪ পরগনার গাইঘাটার উত্তম সানার।

  • |
Google Oneindia Bengali News

ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিকের সহস্য মৃত্যু। গুজরাত থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু উত্তর ২৪ পরগনার গাইঘাটার উত্তম সানার। ওড়িশায় রেললাইনের ধার থেকে দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে। এদিন দেহ বাড়ি নিয়ে যাওয়া হলে, বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের।

 ভিন রাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু শ্রমিকের! গাইঘাটায় পথ অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সূত্রের খবর অনুযায়ী, মাস পাঁচেক আগে কাজের খোঁজে গুজরাতে গিয়েছিলেন গাইগাটার ধানকুনির বছর ৩২-এর উত্তম সানা। পরিবার সূত্রে খবর, গত বৃহস্পতিবার ফোনে উত্তম জানায়, তাকে বাঁচতে দেবে না ওরা। কোনও কারণ, কিংবা অন্য কিছুই জানাননি উত্তম। এরপর বারবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবার উত্তমের মৃত্যু সংবাদ দিয়ে ফোন করে ওড়িশার জিআরপি। জানানো হয় শুক্রবার রাতে ওড়িশার রাজগণপুর এলাকায় লাইনের ধার থেকে দেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা কাগজে ফোন নম্বর ও পরিচয় সম্পর্কে হদিশ পায় জিআরপি। তারপরেই বাড়িতে ফোন।

এদিন সকালে উত্তম সানার দেহ নিয়ে যাওয়া হয় গাইঘাটায়। দেহ নিয়ে পথ অবরোধ করেন প্রতিবেশীরা। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ট্রেন থেকে পড়ে নয়, খুনে অভিযোগ করেন তাঁরা। কুনের যথাযথ তদন্তেরও দাবি করেছেন প্রতিবেশীরা।

English summary
Uttam Sana, labour by profession, body was recovered from Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X