For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বসিরহাটে রবিবাসরীয় প্রচারে! তৃণমূল-বিজেপিকে তোপ ইউএসপি প্রার্থীর

রবিবাসরীয় প্রচারে নেমে তৃণমূল ও বিজেপিকে এক পাল্লায় তুলে সমান ভাবে দুষলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের ইউএসপি প্রার্থী মিজানুর রহমান।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রবিবাসরীয় প্রচারে নেমে তৃণমূল ও বিজেপিকে এক পাল্লায় তুলে সমান ভাবে দুষলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের ইউএসপি প্রার্থী মিজানুর রহমান। বিজেপিকে জংলিবাজ, দাঙ্গাবাজ ও তৃণমূলকে শোষণবাজ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, এরা দুই-ই সংবিধান বিরোধী কাজ করে চলেছে। একজন কেন্দ্রে অন্যজন রাজ্যে। একই মুদ্রার এপিঠ- ওপিঠ। তাই বাংলায় নতুন সরকার প্রয়োজন। দেশেও সরকার বদলের প্রয়োজন।

বসিরহাটে রবিবাসরীয় প্রচারে! তৃণমূল-বিজেপিকে তোপ ইউএসডি প্রার্থীর

তাঁর আবেদন, তাঁরা বাংলায় নতুন এসেছেন। ভোট দিলে তারা মানুষের স্বার্থে কাজ করবেন। এবছর লোকসভায় ইউএসপি তরফে প্রথম প্রার্থী দেওয়া হয় বাংলায়। তাদের অন্যতম বসিরহাট লোকসভা কেন্দ্রের ইউএসপি প্রার্থী মিজানুর রহমান। রবিবারের সকাল সকাল রোড শো করে ভোট প্রচারে নেমে ইউএসপি প্রার্থী মিজানুর রহমানের আবেদন, তাঁরা মানুষের স্বার্থে কাজ করবেন। বসিরহাটের রাস্তাঘাট জল পরিষেবা, কারিগরি দিক থেকে অনেক পিছিয়ে। যাতায়াত ব্যবস্থার ও এই ক'বছরে কোনও উন্নতি হয়নি। তাই ভোটে জিতে বসিরহাটের জল, বিদ্যুৎ, রাস্তাঘাট-এর কাজ করবেন। এর পাশাপাশি বসিরহাটের শিক্ষার দিকটিকেও দেখার আশ্বাস দিয়েছেন। একেবারে প্রান্তিক এলাকা বসিরহাটের শিক্ষার জন্য প্রথমেই আদিবাসী ও মুসলমান সম্প্রদায়ের মানুষের জন্য দুটি বিশ্ববিদ্যালয় করবেন বলে তিনি জানান। যা হবে একটি বিরসা মুন্ডার নামে, অন্যটি মুসলমান সম্প্রদায়ের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয়। যারা সব কিছু থেকে বঞ্চিত তাদের জন্য কাজ করবেন তিনি। তাঁর দাবি ৭২ বছর
ধরে বসিরহাটে রাস্তাঘাট এর কোনও পরিবর্তন হয়নি। তাঁর অভিযোগ বিগত এমপিরা বসিরহাটের জন্য কিছুই করেননি।

[আরও পড়ুন: বসিরহাটে রবিবাসরীয় প্রচারে সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত][আরও পড়ুন: বসিরহাটে রবিবাসরীয় প্রচারে সিপিআই প্রার্থী পল্লব সেনগুপ্ত]

[আরও পড়ুন: 'ফোন কল ফ্রি হয়ে যাবে দেশে',উন্নয়নের প্রশ্নে মমতাকে খোঁচা দিয়ে মোদীর ঘোষণা ][আরও পড়ুন: 'ফোন কল ফ্রি হয়ে যাবে দেশে',উন্নয়নের প্রশ্নে মমতাকে খোঁচা দিয়ে মোদীর ঘোষণা ]

English summary
USP candidate from Basirhat Mizanur Rahman in a Campaign on Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X