For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবারে কেন্দ্র সরকার গঠনে বড় ভূমিকা নেবে, ভবিষ্যদ্বাণী মমতার

সপ্তদশ লোকসভা নির্বাচন যত ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুর ততটাই চড়াচ্ছেন।

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

সপ্তদশ লোকসভা নির্বাচন যত ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সুর ততটাই চড়াচ্ছেন। সম্প্রতি নিউজ ১৮ নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ রাহুল জোশীকে দেওয়া একটি সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন যে এনডিএ বা ইউপিএ নয়, এবারের নির্বাচনে কেন্দ্রে হয়তো এক "নতুন কম্বিনেশন"-এর সরকার আসবে এবং সেই সরকারে মুখ্য ভূমিকা নেবে উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলি।

মমতা বললেন কোন কোন রাজ্য থেকে বিজেপি একটি আসনও পাবে না

মমতা বললেন কোন কোন রাজ্য থেকে বিজেপি একটি আসনও পাবে না

উত্তরপ্রদেশ থেকে ৮০ ও পশ্চিমবঙ্গ থেকে ৪২জন সাংসদ কেন্দ্রে নির্বাচিত হন যা সংসদের মোট আসনের ২২ শতাংশ। মমতা এটাও ভবিষদ্বাণী করেন যে বিজেপি পাঞ্জাব, দিল্লি এবং অন্যান্য দক্ষিণী রাজ্যগুলিতে একটি আসনও পাবে না। বলেন মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তীসগঢ়ের মতো রাজ্যগুলিতেও বিজেপির আসন অনেক কমবে।

কংগ্রেসের পক্ষে সরকার গঠন সম্ভব নয়, বললেন তৃণমূল নেত্রী

কংগ্রেসের পক্ষে সরকার গঠন সম্ভব নয়, বললেন তৃণমূল নেত্রী

তৃণমূল নেত্রী বিশেষ গুরুত্ব দেননি কংগ্রেসকেও। বলেন তাদের একার পক্ষেও সরকার গড়া কঠিন। আঞ্চলিক দলগুলি এখন যথেষ্ট শক্তিশালী এবং তাই এনডিএ বা ইউপিএ নয়, কোনও নতুন কম্বিনেশনের সরকার ক্ষমতাসীন হবে।

প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, সেই প্রশ্ন অবশ্য মমতা এড়িয়ে যান এবং বলেন "সম্মিলিত নেতৃত্ব"-এর কথা। বলেন বিভিন্ন রাজ্যের নেতৃত্ব একসঙ্গে বসে ন্যূনতম সাধারণ কর্মসূচির উপরে ভিত্তি করে নেতা খোঁজা হবে।

গত লোকসভায় ৪২টির মধ্যে ৩৪টি পায় তৃণমূল কংগ্রেস

গত লোকসভায় ৪২টির মধ্যে ৩৪টি পায় তৃণমূল কংগ্রেস

গতবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল ৩৪টিতে জয়লাভ করে বিজেপি, কংগ্রেস এবং এআইডিএমকে-র পর চতুর্থ বৃহত্তম দল ছিল। কংগ্রেস রাজ্যে চারটি এবং বিজেপি এবং বামেরা দু'টি করে আসন জেতে। এবারে রাজ্যের শাসকদল ঝাঁপিয়েছে ৪২-এ ৪২টিই পেতে যাতে জাতীয় স্তরে তারা নিজেদের ওজন বৃদ্ধি করে পরবর্তী সরকারে প্রভাবশালী ভূমিকা পালন করার কথা ভাবতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সে আশা পূর্ণ হবে কী না, জানা যাবে আগামী ২৩ মে।

English summary
UP, West Bengal will play big role in next government formation, says Mamata in interview
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X