For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুগলিতে পদ্ম শিবিরে 'ক্ষোভ', ড্যামেজ কন্ট্রোলে বিজেপি নেতার বাড়িতে যোগীর ডেপুটি

Google Oneindia Bengali News

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্যের বিভিন্ন স্থানে ধিক ধিক করে জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। যদিও দলের অভ্যন্তরে এই ক্ষোভকে পাত্তা দিতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব। স্বয়ং অমিত শাহ রাজ্যে এসে বিজেপি নেতাদের সেই বার্তা দিয়ে গেলেও বরফ গলেনি বহু স্থানে। এহেন পরিস্থিতিতে এই 'ক্ষোভ'-এর লাভ যাতে তৃণমূল তুলতে না পারে, তার জন্য ময়দানে নামানো হল বিজেপির হেভিওয়েট নেতাকে।

বিজেপি নেতার ফ্ল্যাটে কেশব প্রসাদ মৌর্য

বিজেপি নেতার ফ্ল্যাটে কেশব প্রসাদ মৌর্য

জানা গিয়েছে, বুধবার বিকেলে শ্রীরামপুরে ভাস্কর ভট্টাচার্যের ফ্ল্যাটে যান উত্তরপ্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমানে সেরাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তাঁৎ সঙ্গে ভাস্করবাবুর ফ্ল্যাটে যান বিজেপির জেলা সভাপতি শ্যামল বসুও। উল্লেখ্য, হুগলির টিকিট না পাওয়ায় বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য অভিমানী হয়েছিলেন। যার জেরে অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির।

বিজেপি প্রার্থী না করায় অভিমানে দল ছাড়ার ঘোষণা

বিজেপি প্রার্থী না করায় অভিমানে দল ছাড়ার ঘোষণা

এর আগে বিজেপি প্রার্থী না করায় অভিমানে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্য কমিটির সদস্য ভাস্কর। পদত্যাগপত্রে স্পষ্ট ভাবেই তিনি লেখেন দল ছাড়ার কারণ। দাবি করেন, '২১ বছর ধরে বিজেপি করে এ বার বিধানসভা ভোটে প্রার্থী না হতে পারা আমার কাছে দুর্ভাগ্যজনক। আমি ভেবেছিলাম চাঁপদানী বা শ্রীরামপুরে আমাকে এবার দল টিকিট দেবে। কিন্তু এমনটা যেটা কোনো ভাবেই মেনে নিতে পারিনি।'

ময়দানে নামানো হয় যোগী আদিত্যনাথের ডেপুটিকে

ময়দানে নামানো হয় যোগী আদিত্যনাথের ডেপুটিকে

এই আবহে পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামানো হয় যোগী আদিত্যনাথের ডেপুটি কেশব প্রসাদ মৌর্য। এদিন আলোচনার পর কেসব বলেন, 'ভাস্করদা আমাদের পুরোনো নেতা। অনেক সময় এমন হয়, যা চাওয়া হয় তা মেলে না। তবে বিজেপিতে সাংসদ-বিধায়ক না হতে পারলেও অন্য কিছু হওয়ার রাস্তা বন্ধ হয় না। পুরোনো নেতা-কর্মীদের মান অভিমান থাকতে পারে। অনেক সময় আমরা লোকসভা-বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করার অপেক্ষা করি। সব সময় তা হয় না। কিন্তু দলের নেতৃত্বের সিদ্ধান্তের উপর ভরসা রাখতে হবে।'

বরফ গলার ইঙ্গিত দিয়েছেন 'বিদ্রোহী' নেতা

বরফ গলার ইঙ্গিত দিয়েছেন 'বিদ্রোহী' নেতা

এদিকে বরফ গলার ইঙ্গিত দিয়েছেন ভাস্করবাবু নিজেও। কেশবের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, 'দলের প্রার্থী না করা নিয়ে আমার ক্ষোভ সঠিক ছিল বলে মেনে নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। কেশবজির মত নেতা আমার বাড়িতে এসে যখন বললেন, আমি তাঁদের সঙ্গেই আছি তখন আর কী বলার থাকতে পারে! সাময়িক একটা অভিমান হয়েছিল।'

<strong>বিজেপি প্রার্থীর সঙ্গে রেস্তঁরায় বিশ্বভারতীর উপাচার্য! ভাইরাল ছবি ঘিরে বোলপুরে বিতর্ক তুঙ্গে</strong>বিজেপি প্রার্থীর সঙ্গে রেস্তঁরায় বিশ্বভারতীর উপাচার্য! ভাইরাল ছবি ঘিরে বোলপুরে বিতর্ক তুঙ্গে

English summary
UP Deputy CM Keshav Prasad Mourya visits rebel BJP leader Bhaskar Bhattacharya in Sreerampore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X