For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রাবণের শেষ শনিবার অকাল বিশ্বকর্মা পুজো হয় দত্তপুকুরে, তাও আবার রেললাইনের ওপরে ট্রেন থামিয়ে

হাতে গোনা মাত্র আর কটা দিন বিশ্বকর্মা পুজো। তার আগেই শ্রাবণের শেষ শনিবার অকাল বিশ্বকর্মা পুজো।

  • |
Google Oneindia Bengali News

আর মাসখানেক বাকী বিশ্বকর্মা পুজোর। তার আগেই শ্রাবণের শেষ শনিবার হল অকাল বিশ্বকর্মা পুজো। ঘটনাটি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদমগাছির শিয়ালদা-হাসনাবাদ শাখার কড়েয়া কদম্বগাছি রেলস্টেশনের কাছে।

শ্রাবণের শেষ শনিবার অকাল বিশ্বকর্মা পুজো হয় দত্তপুকুরে

লাল কাপড় টাঙিয়ে চলন্ত ট্রেন থামিয়ে রেল লাইনের উপর ট্রেন দাঁড় করিয়ে এলাকার মহিলারা ধর্মীয় নিয়ম-কানুন মেনে ট্রেনকে বিশ্বকর্মা রূপে পূজা সারেন। এই পুজো তাঁরা প্রতি বছর করে আসছেন। ২০১১ সালে এই পুজোর প্রথম আয়েজন হয়। আজও তা চলছে।

প্রতিবছর শ্রাবণ মাসের শেষ শনিবার এই পুজোর আয়োজন করে এলাকার মানুষ। তাদের বক্তব্য ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। ঘাতক ট্রেন যাতে আর কারো প্রাণ কেড়ে নিতে না পারে তার জন্য এই পুজোর আয়োজন। ঈশ্বরের প্রতি তাদের অগাধ বিশ্বাস এই অকাল বিশ্বকর্মা পুজো করে নাকি দুর্ঘটনা কমেছে এই এলাকায়। এই ভাবেই তারা প্রতি বছর এই অকাল বিশ্বকর্মা পুজো করবেন বলে জানিয়েছেন।

এই পুজোকে কেন্দ্র করে আগের দিন এলাকার মহিলারা উপোস থেকে সকাল বেলা স্নান করে নতুন কাপড় পরে ফল, মিষ্টি, খই, বাতাসা, ধূপ-ধুনো, মোমবাতি এমনকী দুধ, গঙ্গাজল দিয়ে রেললাইন শুদ্ধ করে নারকেল ফাটিয়ে রেল দেবতাকে ফুলের মালা ও কলাগাছ বেঁধে প্রণাম করে রেল যাত্রা শুরু করেন। পুজোর শেষে ট্রেনের চালক ও যাত্রীদের মধ্যে মিষ্টি প্রসাদ বিতরণ করা হয়।

English summary
Untimely Vishwakarma Puja organised in Duttapukur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X