For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৃষ্টি কমতেই অকাল কুয়াশার দাপট জেলায় জেলায়, কেন এই অবস্থা

জেলায় জেলায় দাপট দেখাতে শুরু করল অকাল কুয়াশা।

  • |
Google Oneindia Bengali News

বর্ষার দাপট খানিক কমতে শুরু করার মাঝেই জেলায় জেলায় দাপট দেখাতে শুরু করল অকাল কুয়াশা। এদিন সোমবার বর্ধমান, মালদহ থেকে শুরু করে বেশ কয়েকটি জেলার আকাশ কুয়াশায় ঢেকে যায়।

বৃষ্টি কমতেই অকাল কুয়াশার দাপট জেলায় জেলায়, কেন এই অবস্থা

কুয়াশার জেরে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। যার ফলে ভোরে যান চলাচল ব্যাহত হয়। বড় রাস্তায় যান চলাচলের গতি শ্লথ হয়ে গিয়েছে।

সাধারণত শীতের শুরুতেই এমন কুয়াশা পড়ে। তবে কার্তিক মাস পড়ার আগেই এমন কুয়াশা দেখে অবাক সাধারণ মানুষ থেকে আবহাওয়াবিদেরা। মনে করা হচ্ছে, তাপমাত্রার পারা কমতে থাকলে কুয়াশার দাপট আরও কিছুটা বাড়তে পারে।

মূলত দূষণের ফলেই এমন কুয়াশা বা ধোঁয়াশার আস্তরণ তৈরি হচ্ছে। বায়ুর মধ্যে জলীয় বাষ্প ও ধূলিকণা একসঙ্গে মিশে সাদা স্তর তৈরি করছে। এর জেরে শ্বাসপ্রশ্বাসের সমস্যা হতে পারে বলে আগাম সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সামনেই কালীপুজো। তার জেরে দূষণের মাত্রা বাড়তে কুয়াশার দাপটও আর একটু বাড়তে পারে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা দিলেও কলকাতা ও আশপাশের জেলাগুলিতে কুয়াশার দেখা মেলেনি।

English summary
Untimely fog covers western part of Bengal, transport halts in Burdwan and Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X