For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চম দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত কলকাতায় যেতে পারবেন না অনুব্রত মন্ডল, জানাল কমিশন!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি : পঞ্চম দফার ভোটের আগেই জেলবন্দি প্রাক্তন নেতা মদন মিত্রর পাশাপাশি বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডলের গতিবিধি নিয়ন্ত্রণ করল নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল পঞ্চম দফার ভোটের দিন সন্ধ্যা ৬ টা পর্যন্ত কলকাতায় পা রাখতে পারবেন না অনুব্রত কড়া নির্দেশ কমিশনের।

আগামীকাল ভোটে হেভিওয়েট প্রার্থীদের তালিকার শীর্ষেই রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি। দিদির জয় সুনিশ্চিত করতে দাপুটে ভাইয়ে সবরকম উপায়ে ভোটলুঠের চেষ্টা চালাবে বলেই অনুমান বিরোধীদের।

পঞ্চম দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত কলকাতায় যেতে পারবেন না অনুব্রত মন্ডল, জানাল কমিশন!

বীরভূমে নির্বাচনের আগে অনুব্রত মন্ডলকে নজরবন্দি করার নির্দেশ দিয়েছিল কমিশন। বিরোধীদের অভিযোগ ছিল এলাকার দাপুটে নেতা অনুব্রত ভোটলুঠের চেষ্টা চালাবে তাই তার বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ জানিয়েছিল কমিশনে। তারই প্রেক্ষিতে ছিল কমিশনের নির্দেশ।

এদিন চিকিৎসাসূত্রে কলকাতা আসার কথা ছিল অনুব্রতর। কিন্তু ভোটের আগের দিন অনুব্রতর কলকাতায় আসা খুব একটা সহজ উপায়ে নিতে পারছে না বিরোধীরা। আর তাই আশঙ্কার কথা কমিশনে জানানোও হয়েছিল জোটের তরফে। অভিযোগ পাওয়ার পরই কমিশন জানিয়ে দেয় পঞ্চম দফার ভোট মেটা না পর্যন্ত কলকাতায় পা রাখতে পারবেন না অনুব্রত।

অনুব্রতর পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের ভোটার ও প্রভাবশালী ব্যক্তিত্ব মদন মিত্রও এসএসকেএম হাসপাতাল থেকে ভোট পরিচালনা করতে পারেন বলে অভিযোগ জানিয়েছিলেন ভবানীপুরের জোট প্রার্থী। এরপরই সিসিটিভির মাধ্যমে মদন মিত্রকে কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কমিশন।

English summary
Until end of the fifth Phase of polling, Anubrata Mondol can not go to Kolkata : Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X