For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার সংকট কালে যুবশ্রী ভাতা না পেয়ে ক্ষোভ রাজ্যের বেকারদের

করোনার সংকট কালে যুবশ্রী ভাতা না পেয়ে ক্ষোভ রাজ্যের বেকারদের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

করোনার সংকট কালে যুবশ্রী ভাতা না পেয়ে ক্ষোভ রাজ্যের বেকার যুবক যুবতীদের। অবিলম্বে বকেয়া যুবশ্রী ভাতা প্রদান সহ একাধিক দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা।

করোনার সংকট কালে যুবশ্রী ভাতা না পেয়ে ক্ষোভ রাজ্যের বেকারদের

দেশ জুড়ে লকডাউনের জেরে কর্মহীন বহু। বর্তমানের এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে চরম বিপদগ্রস্ত হয়ে পড়েছেন এরাজ্যেরও হাজার হাজার বেকার যুব সম্প্রদায়ও।

সম্প্রতি পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পক্ষ থেকে ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, এমনিতেই দীর্ঘ বেকারত্বের জ্বালা নিয়ে জীবন অতিবাহিত হয় তার ওপর এই লকডাউন এর ফলে অনেকের অর্ধাহার- অনাহারে দিন কাটাতে হচ্ছে।

অভিযোগ, এই কঠিন পরিস্থিতিতে যুবশ্রী ভাতা দেওয়া হচ্ছে না। পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক-এর অন্তর্ভুক্ত প্রায় ৩৪ লক্ষ বেকার যুব সম্প্রদায়।

মূলত পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। তাদের দাবি, অবিলম্বে যুবশ্রীদের বকেয়া সমস্ত ভাতা মিটিয়ে দেওয়া হোক, সমস্ত যুবশ্রীদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী উৎসাহ ভাতা পাঁচ হাজার টাকা করা হোক। বর্তমানে করোনা ভাইরাস মোকাবেলার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে যুবশ্রী দের অগ্রাধিকার দেওয়া হোক।

সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি জানান, রাজ্য সরকার ২০১৩ সালে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প উদ্বোধন করে মাসিক ১৫০০ টাকা উৎসাহ ভাতা সহ স্থায়ী কর্মসংস্থানের ঘোষণা করা হয়েছিল। কিন্তু এই প্রকল্প থেকে প্রায় কারোরই কর্মসংস্থান হয়নি বলে অভিযোগ তাঁর।

English summary
Unemployment agitation in Bengal intensified
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X