For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয়নগরে বিধায়কের উপরে হামলার তদন্তে সিআইডি, দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ

এক্কেবারে ফিল্মি-কায়দায় শ্যুট-আউট। যার রীতিমতো রক্ত হিম করে দিল সাধারণ মানুষের। জয়নগরের বিধায়কের গাড়ি-তে এই হামলার খবর এখন রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে।

Google Oneindia Bengali News

এক্কেবারে ফিল্মি-কায়দায় শ্যুট-আউট। যা রীতিমতো রক্ত হিম করে দিল সাধারণ মানুষের। জয়নগরের বিধায়কের গাড়ি-তে এই হামলার খবর এখন রাজ্য-রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। কপাল জোড়ে বেঁচেছেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস। অভিযোগ তণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে এই ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় আপাতত তদন্তভার নিয়েছে সিআইডি। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।

ফিল্মি কায়দায় ভর সন্ধ্যায় বিধায়কের গাড়িতে শ্যুট-আউট, নিহত ৩

বৃহস্পতিবার দিনভর কর্মসূচি সেরে বরহু পার্টি অফিসে ফিরছিলেন জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস। পার্টি অফিসে ঢোকার আগে রাস্তার মাঝে নেমে পড়েন বিশ্বনাথ দাস। আর সেই অবসরে গাড়ি যায় পেট্রোল-পাম্পে তেল ভরতে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পেট্রোল পাম্পে বিশ্বনাথ দাসের গাড়ি ঢুকতেই একদল দুষ্কৃতী বোমাবাজি শুরু করে এবং সেই সঙ্গে গাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যান তিন জন। এদের মধ্যে একজন গাড়ির চালক। একজন স্থানীয় যুব নেতা। অন্যজন সাধারণ মানুষ। বোমাবাজি ও গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

গাড়ি থেকে একে একে টেনে বের করা হয় দেহগুলি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান বিধায়ককে খুন করতেই এই হামলা হয়েছে। তবে, বিস্তারিত তদন্তের পরই এই নিয়ে কিছু বলা যাবে বলে পুলিশ জানিয়েছে। বিধায়ক বিশ্বনাথ দাসও স্বীকার করেছেন যে এই হামলার নিশানা ছিলেন তিনি নিজে। রোজ যে রাস্তা দিয়ে ফেরেন এদিন তাতে একটু বদল করেছিলেন। মেন রাস্তার পাশে একটি সরু রাস্তায় ঢুকে গাড়ি ঢুকিয়েছিলেন বিশ্বনাথ। কারণ, জয়নগরের বিধায়ক-এর স্থানীয় এক পার্টি অফিসে কাজ ছিল। আর এই সুযোগেই তিনি তেল ভরতে গাড়ি পাঠিয়েছিলেন কাছাকাছি একটি পেট্রোল-পাম্পে। এই পাম্প থেকেই রোজ গাড়িতে তেল ভরান বিশ্বনাথ দাস।

বিশ্বনাথ দাস অবশ্য হামলার পিছনে কারা আছেন সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনায় এসইউসিআই ও সিপিএম-এর দিকে আঙুল তুলেছেন। তাঁদের অভিযোগ, এসইউসিআই ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা করেছেন। যদিও, সমস্ত অভিযোগই উড়িয়ে দিয়েছে এসইউসিআই এবং সিপিএম। এমনকী, এই অভিযোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী।

English summary
Shoot out at Jaynagar creates fear among people. Some unidentified assailants attack MLA's car in Jaynagar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X