For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ উলুবেড়িয়া, মুকুলের সভার আগে সমর্থকের বাড়িতে আগুন

অভিযোগ, মুকুল রায়ের উসকানিতে বিজেপি সমর্থকরা তৃণমূলের পতাকা, তৃণমূল প্রার্থী সাজদা বেগমের ব্যানার ছিঁড়ে দেয়। তারই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের তিনটি বাড়িতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা।

Google Oneindia Bengali News

ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠল উলুবেড়িয়া। সোমবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় উলুবেড়িয়ার কাঁটাবেড়িয়া। অভিযোগ, মুকুল রায়ের উসকানিতে বিজেপি সমর্থকরা তৃণমূলের পতাকা, তৃণমূল প্রার্থী সাজদা বেগমের ব্যানার ছিঁড়ে দেয়। তারই পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীদের তিনটি বাড়িতে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। এমনকী বাড়িতে অগ্নিসংযোগ করে দেওয়া হয় বলেও অভিযোগ। নির্বাচনের প্রাক্কালে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ উলুবেড়িয়া, মুকুলের সভার আগে সমর্থকের বাড়িতে আগুন

[আরও পড়ুন:দু'বছরেই কারখানা, বিরোধীদের মুখে ঝামা ঘষে জঙ্গলমহলবাসীকে কৃতিত্ব মমতার][আরও পড়ুন:দু'বছরেই কারখানা, বিরোধীদের মুখে ঝামা ঘষে জঙ্গলমহলবাসীকে কৃতিত্ব মমতার]

এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অনুপম মল্লিকের সমর্থনে পদযাত্রায় অংশ নেন মুকুল রায়। সেই পদযাত্রা এগিয়ে যাচ্ছিল কাঁটাবেড়িয়া দিয়ে গঙ্গারামপুরের দিকে। সেখানে জনসভা করার কথা ছিল মুকুল রায়ের। পদযাত্রা চলাকালীন রাস্তার ধারে লা্গানো তৃণমূলের পতাকা, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেওয়া হল বলে অভিযোগ। তারই জেরে তৃণমূল সমর্থকদের সঙ্গে প্রবল সংঘর্ষ বাধে।

দু-দলের সংঘর্ষ ছড়িয়ে পড়ে কাঁটাবেড়িয়া গ্রামে। এই গ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ। অগ্নিসংযোগও করা হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, মুকুল রায় মিছিলে যোগ দিয়ে উসকানি ছড়ান। যার ফলে বিজেপি কর্মীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে দেয়।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ উলুবেড়িয়া, মুকুলের সভার আগে সমর্থকের বাড়িতে আগুন

[আরও পড়ুন:বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস রোখার কৌশল বাতলালেন মুকল, খোঁচা 'স্বরাষ্ট্রমন্ত্রী' মমতাকে][আরও পড়ুন:বাংলায় রাষ্ট্রীয় সন্ত্রাস রোখার কৌশল বাতলালেন মুকল, খোঁচা 'স্বরাষ্ট্রমন্ত্রী' মমতাকে]

এদিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, 'তাঁদের কেউ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সঙ্গে যুক্ত নন। যদি তাঁদের কেউ এই হামলার সঙ্গে জড়িত থাকে, তবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। আমরা হিংসার পক্ষে নয়। বিজেপি উসকানিমূলক মন্তব্য করে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে, ওদের চক্রান্তে পা দেবেন না।'

বিজেপির তরফে অভিযোগ করা হয়, 'তৃণমূল সন্ত্রাস করে বিজেপিকে রোখার চেষ্টা চালাচ্ছে। তবে মানুষ আজ বুঝতে পেরেছে, তৃণমূলের সরকার হিংসা বিদ্বেষ ছাড়া কিছু দিতে পারবে না। তাই ওদের সরিয়ে প্রকৃত পরিবর্তন আনা জরুরি। উপায়ান্তর না পেয়ে হিংসা দিয়ে বিজেপিকে রুখতেই হামলা চলছে, সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল।'

[আরও পড়ুন:বাংলায় ভারী শিল্প আনতে 'ব্লু-প্রিন্ট' তৈরি মমতার, সজ্জা সারা বাণিজ্য সম্মেলনের][আরও পড়ুন:বাংলায় ভারী শিল্প আনতে 'ব্লু-প্রিন্ট' তৈরি মমতার, সজ্জা সারা বাণিজ্য সম্মেলনের]

English summary
Uluberia is unrest before Mukul Roy’s public meeting for campaigning election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X