For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিবেশ বাঁচাতে হাতিয়ার সাইকেল, বসিরহাট থেকে পুরী রওনা দুই যুবক

পরিবেশ বাঁচাতে হাতিয়ার সাইকেল, বসিরহাট থেকে পুরী রওনা দুই যুবক

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

"পরিবেশ গভীর রোগে আক্রান্ত, চাইছে আমাদের সবার মরমী সহায়তা"। এমনই কিছু সামাজিক বার্তা নিয়ে বসিরহাট থেকে পুরীর উদ্দেশ্যে সাইকেলে রওনা দুই যুবকের। বসিরহাট মহকুমার বসিরহাট থানা থেকে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। একদিকে যেমন বিশ্ব উষ্ণায়ন, তেমনই অন‍্যদিকে জগৎ সচেতনতার যুগে প্লাস্টিক বর্জন ও মরণোত্তর চক্ষুদান হল সমসাময়িক বিষয়। এই সচেতনতা মূলক বিষয় নিয়ে সাইকেলে ভ্রমণ শুরু করলেন দুই যুবক জনার্দন হালদার ও শিবব্রত দেবনাথ। এরা পেশায় হকার। রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে একদিকে যেমন পরিবেশ বাঁচানোর সচেতনতার বার্তা দেবেন, অন্যদিকে উড়িষ্যার ভুবনেশ্বর বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে এই বিষয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে এই শীর্ষক এক আলোচনায় অংশগ্রহণ করবেন।

পরিবেশ বাঁচাতে হাতিয়ার সাইকেল, বসিরহাট থেকে পুরী রওনা দুই যুবক

আগামী দিনে আরও বেশি করে যাতে এই ধরনের সচেতনতা মূলক কাজে মানুষ আরও বেশি করে উদ্বুদ্ধ হয়, আর সেই সচেতনতা মানুষের মধ‍্যে ছড়িয়ে দেওয়াই লক্ষ্য এই অভিযাত্রীদের। তার জন্য তাদের এই সাইকেল ভ্রমণ। সাইকেলের সামনে লেখা আছে বিভিন্ন সমাজ সচেতনতা মূলক বার্তা। পাশাপাশি উড়িষ্যার বিভিন্ন জায়গায় ছোট ছোট শিবির করে ছাত্রছাত্রীদের থেকে শুরু করে সাধারণ মানুষের মধ‍্যে বিশ্ব উষ্ণায়ন, প্লাস্টিক বর্জন, জল অপচয় এমনকি মরণোত্তর চক্ষুদান সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। সেই বার্তা নিয়ে সোমবার সকালে বসিরহাট থানা থেকে সাইকেলে ব্যানার-ফেস্টুন লাগিয়ে দুই যুবক পাড়ি দিলেন পুরীর উদ্দেশ্যে। এই মহৎ উদ্দেশ্যের শুভ সূচনা করেন বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রেমাশিস চট্টরাজ ও কালীশংকর সাহা, বসিরহাট বন দপ্তরের ডেপুটি রেঞ্জার তুষার সরকার, জনপ্রতিনিধি বিশ্বজিৎ রায়, বিশিষ্ট কবি রমজান আলী মন্ডল সহ সমাজের বিশিষ্ট জনেরা।

তাদের এই যাত্রার মধ‍্য দিয়ে আগামী দিনে মানুষের মধ্যে বেশি করে সচেতনতা ছড়িয়ে পড়ুক, এই আশা প্রশাসনিক কর্তা থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেদের।

English summary
Two youth from Basirhat have started their journey to Puri to save Environment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X