For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কয়লা খনিতে ধস পাণ্ডবেশ্বরে, তলিয়ে যাওয়া শ্রমিকদের উদ্ধারে নাজেহাল ইসিএলকর্মীরা

কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারিতে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শ্রমিকের নাম চন্দ্রশেখর গিরি ও কালেশ্বর মাহাতো।

Google Oneindia Bengali News

কয়লা খনিতে ধস নেমে মৃত্যু হল দুই শ্রমিকের। পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারিতে শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শ্রমিকের নাম চন্দ্রশেখর গিরি ও কালেশ্বর মাহাতো। তাঁরা এই কোলিয়ারিতে ওভারম্যান ও ড্রেসারের কাজ করত। ভোররাতে আচমকাই তাদের উপর কয়লাখনির উপরের অংশ ধসে পড়ে।

কয়লা খনিতে ধস পাণ্ডবেশ্বরে, তলিয়ে যাওয়া শ্রমিকদের উদ্ধারে নাজেহাল ইসিএলকর্মীরা

কয়লাখনির ধসে চাপা পড়ে যান তাঁরা। ধস নামার পরেই ইসিএলের জনা ২০ কর্মী উদ্ধারকার্যে নেমে পড়েন। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু দীর্ঘ চেষ্টার পর কয়লাখনির ধসে চাপা পড়া দুই শ্রমিককে উদ্ধার করা হয়। এই ঘটনার পরই কয়লাখনিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

ঘটনার দীর্ঘ সময় পরে ডিজাস্টার ম্যানেজমেন্টের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তা নিয়েও ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যতক্ষণ না তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, তাঁদের বিক্ষোক্ষ চলবে বলে জানান শ্রমিকরা।

অভিযোগ, কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তাঁদের নিরাপত্তায়। সর্বদা প্রাণের ঝুঁকি নিয়েই তাঁদের কাজ করতে হয়। অভিযোগ, দুর্গাপুরে কয়লা তোলার কাজ চলছিল। সেইসময়ই পাণ্ডবেশ্বরে এই দুর্ঘটনা ঘটে। কয়লা তোলার সময় চাল ধসেই বিপত্তি বাধে।

[আরও পড়ুন:ভূস্বর্গে কম্পন! বাসিন্দাদের মধ্যে আতঙ্ক][আরও পড়ুন:ভূস্বর্গে কম্পন! বাসিন্দাদের মধ্যে আতঙ্ক]

English summary
Two workers are died for landslide in colliery of Pandabeswar in Burdwan. ECL workers recover two bodies and coal mine workers shows agitation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X