গাইঘাটায় ডেঙ্গু জ্বরে মৃত দুই মহিলা
ফের ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে দুজনের। মৃতরা দুজনেই মহিলা ও উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন গাইঘাটার ইছাপুরের সাধনা সরকার। অন্য জনের নাম রেনুকা মন্ডল। তাদের দুজনের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু র উল্লেখ করা হয়েছে। শনিবার মৃত্যু হয়েছে দুজনের।

গত দুমাসে উত্তর ২৪ পরগনা এবং নদিয়া জেলার সীমান্ত বর্তী এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে অনেকেই। বেশ কয়েকজন মারাও গিয়েছে। যারা মারা গেছেন তারা অনেকেই গাইঘাটা, বনগাঁ, স্বরূপ নগর ও আশেপাশের এলাকার লোকজন।
এদিন আরও দুজন মারা যাওয়ার পর ডেঙ্গু রোধে পঞ্চায়েতের কাজ ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন। তাদের দাবি, ডেঙ্গু রোধে পঞ্চায়েত প্রথম থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নি, তাই এখন এই রোগ মহামারীর আকার ধারণ করেছে। অনেকেই আক্রান্ত ও বেশ কয়েকজন মারাও গিয়েছে। যদিও এলাকার পঞ্চায়েত এবং প্রশাসনের দাবি, তাদের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, এলাকায় নিয়মিত সাফাই অভিযান চালানো হচ্ছে ও ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। মশা মারার স্প্রে করা হয়েছে বলেও দাবি করছে প্রশাসন।