পশ্চিম মেদিনীপুরে লরির ধাক্কায় মৃত্যু অ্যাম্বুল্যান্সে থাকা দুই যাত্রীর
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা দুজনের। আহত হয়েছেন গাড়ির চালক। তাকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে ৬ নম্বর জাতীয় সড়কের ওপর । পুলিশ জানায় যে অ্যাম্বুল্যান্সটি খড়গপুরের দিকে যাচ্ছিল। সেই সময় একটি লরিতে ধাক্কা মারে সেটি। ঘটনাস্থলে মারা যায় দুজন।
পুলিশের ধারণা ভোররাতে গাড়ির চালকের ঘুম চলে আসে তাই সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। গাড়ির গতি বেশি থাকায় মৃত্যু হয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা দুজনের।
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌমিত্র ঘোষ ও সমীর পাত্র। সৌমিত্রর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর এলাকায়। মাস চারেক আগে তাঁর বিয়ে হয়। সমীর একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। তাঁরা সৌমিত্রর এক আত্মীয়কে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বাড়ি ফিরছিলেন। ডেবরার কাছে দুর্ঘটনা ঘটে ভোর রাতে। সেখানেই তাঁদের মৃত্যু হয়।