মজুত বাজিতে বিস্ফোরণ! মগরাহাটে মৃত ২, আশঙ্কাজনক বেশ কয়েকজন
মগরাহাটে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হল দুজনের। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে তদন্তকারী দল। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতি বছরেই মগরাহাটের ধানপোঁতা গ্রামে কালীপুজো হয়। সেই উপলক্ষ্যে বাইরে থেকে বাজি এনে মজুত করা হত বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের স্পষ্ট দাবি, সেখানে বাজির কোনও কারখানা ছিল না। কিংবা সেখানে বাজি তৈরি করা হয়নি। ঘটনার বর্ণনাও দিয়েছেন স্থানীয়রা। তাঁরা জানিয়েছেন, হঠাৎই জেনারেটরের লাইনে গণ্ডগোল দেখা দেয়। বাজির ঘরে থাকা ২০০ ওয়াটের বাল্ব ফেটে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে বাজির ওপর। এরপরেই বিস্ফোরণ বলে দাবি স্থানীয়দের।
বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণে আাহতদের প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনকদের ডায়মন্ডহারবার এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়।
বিস্ফোরণের তদন্তে ঘটনাস্থলে যায় বিশেষজ্ঞ দল।