For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরিষ্ঠতার পরেও রক্তাক্ত মালদহ! তৃণমূলের 'গোষ্ঠীদ্বন্দ্বে' মৃত ২

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি দুই। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের হুকুমতটোলা গ্রামে। মৃত তৃণমূলকর্মী যুবকের নাম সালাম শেখ বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি দুই। সোমবার ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের হুকুমতটোলা গ্রামে। মৃত তৃণমূলকর্মী যুবকের নাম সালাম শেখ বলে জানা গিয়েছে। গুলিতে স্থানীয় এক বাসিন্দা আজহার শেখের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত এক শিশুকে ভর্তি করানো হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে।

গরিষ্ঠতার পরেও রক্তাক্ত মালদহ! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত ২

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ১০ টি আসনের মধ্যে তৃণমূল ও কংগ্রেস পেয়েছিল ৫ টি আসন। তবে বোর্ড গঠনের আগেই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তৃণমূল। কিন্তু প্রধান নির্বাচনকে ঘিরেই এলাকায় ছড়ায় উত্তেজনা। দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল শুরু হয় বলে স্থানীয় সূত্রে খবর।

[আরও পড়ুন: ২০১৯-এ জোট গঠনের বার্তা! অমর্ত্য সেনের সমালোচনায় বিজেপি, পাশে দাঁড়াল তৃণমূল][আরও পড়ুন: ২০১৯-এ জোট গঠনের বার্তা! অমর্ত্য সেনের সমালোচনায় বিজেপি, পাশে দাঁড়াল তৃণমূল]

সোমবার সকালে মোটরবাইকে চেপে বেশ কয়েকজন গ্রামে আসে এবং নির্বিচারে বোমা ছোড়া হয়। সেই সময় বোমার আঘাতে সালাম শেখ নামে এক যুবকের মৃত্যু হয়। এলাকায় চায়ের দোকানে বসে থাকা স্থানীয় বাসিন্দা আজহার শেখের গায়ে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে গ্রামে তৃণমূলের নির্বাচিত সদস্য সিরাজুল ইসলামকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা সিরাজুল ইসলামের গায়ে না লাগলেও, তার স্প্লিন্টার লাগে তাঁর নাতির মাথায়। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়।

[আরও পড়ুন:'কেরলের বন্যা গোহত্যার ফল', গেরুয়া শিবিরের সাংসদের এমন বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে][আরও পড়ুন:'কেরলের বন্যা গোহত্যার ফল', গেরুয়া শিবিরের সাংসদের এমন বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে]

গ্রামবাসীদের অভিযোগ, ঘটনার কথা সঙ্গে সঙ্গে মানিকচক থানায় জানান তাঁরা। যদিও দীর্ঘক্ষণ সেখানে পুলিশ যায়নি বলেই অভিযোগ। ঘটনা সম্পর্কে শাসকদলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

[আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি! মোদীর 'আচ্ছে দিন' নিয়ে প্রশ্ন][আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের রেকর্ড মূল্যবৃদ্ধি! মোদীর 'আচ্ছে দিন' নিয়ে প্রশ্ন]

English summary
Two people died in a inner party clash of TMC at Manikchak in Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X