For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাতির আক্রমণে দুজন বনকর্মী আহত পুরুলিয়ায়

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে আহত হয়েছেন দুজন বন কর্মী সহ আটজন।

  • |
Google Oneindia Bengali News

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে আহত হয়েছেন দুজন বন কর্মী সহ আটজন। আহতরা ভর্তি পুরুলিয়া জেলার দেবেন মাহাতো হাসপাতালে। এই ঘটনা ঘটেছে বাঘমুণ্ডির বুড়দা বিট এলাকায়।

হাতির আক্রমণে দুজন বনকর্মী আহত পুরুলিয়ায়

গত কয়েক দিন ধরে এই এলাকায় ঢুকে পড়ে পনেরো টি হাতির একটি দল। তারা ফসলের ক্ষতি করে। সোমবার রাতে এই হাতির দলটিকে খেদাতে যায় হুলা পার্টি। এই দলে হুলা পার্টির সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মীরাও।

এই বিটের আধিকারিক সাহেব মাহাতো জানিয়েছেন যে হাতির চোখে আলো ফেলতেই একটি হাতি পালটা আক্রমণ চালায়। হাতির এহেন আচরণে ও আক্রমণে হকচকিয়ে যায় হুলা পার্টির সদস্যরা।

পুরুলিয়া বন বিভাগের আধিকারিক রামপ্রসাদ বদনা জানিয়েছেন যে এই হাতির হামলায় আহত হয়েছেন আটজন। হাতির দলটিকে এই এলাকা থেকে সরাতে প্রযোজনীয় উদ্যোগ নেওয়া হবে।

অন্যদিকে ঝাড়গ্রাম এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রায় একশোটা হাতি। ঝাড়গ্রাম শহরের আশেপাশেই আছে ঘন জঙ্গলের মধ্যে। তার জন্য এই এলাকায় মানুষকে সাবধানে চলাফেরা করতে পরামর্শ দিয়েছেন এই এলাকার বন বিভাগের কর্মীরা।

 অযোধ্যা মামলায় শুনানি শেষ বুধবারই! সুপ্রিম নির্দেশিকায় তৎপরতা তুঙ্গে, রায়ের অপেক্ষা অযোধ্যা মামলায় শুনানি শেষ বুধবারই! সুপ্রিম নির্দেশিকায় তৎপরতা তুঙ্গে, রায়ের অপেক্ষা

English summary
Two forest department employee injured by Elephant attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X