For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরের ফুটপাতে থাবা করোনার! দুই ভিখারির কী করে সংক্রমণ, ঘুম ছুটেছে রাজ্যের

এবার কি কলকাতা শহরের ফুটপাতে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ? করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শহরের দুই প্রান্তের দুই ফুটপাতবাসী। এই তথ্য সামনে আসার পরই ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের। কীভাবে ফুটপাতবাসীর মধ্যে ছ

Google Oneindia Bengali News

এবার কি কলকাতা শহরের ফুটপাতে ছড়িয়ে পড়ল করোনা সংক্রমণ? করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শহরের দুই প্রান্তের দুই ফুটপাতবাসী। এই তথ্য সামনে আসার পরই ঘুম ছুটেছে স্বাস্থ্য দফতরের। কীভাবে ফুটপাতবাসীর মধ্যে ছড়াতে পারে সংক্রমণ, তা নিয়েই আতঙ্ক দানা বেঁধেছে মহানগরের বুকে।

শহরের ফুটপাতে থাবা করোনার, দুই ভিখারির কী করে সংক্রমণ

এতদিন বিদেশ-যোগে করোনা ছড়ানোর সম্ভাবনা ছিল। তাই সমাজের প্রথম সারির মানুষরাই বেশি আক্রান্ত হচ্ছিলেন। কিন্তু সেই সংক্রমণ এখন ছড়িয়ে গেল ফুটপাতে। শহরের দুই ফুটপাতবাসীর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মিলতেই উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন।

শহরের ফুটপাতে সংক্রমণের মাত্রাটা কতটা ছড়িয়ে পড়েছে, তা নিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনায় চক্ষু চড়কগাছ স্বাস্থ্য ভবনের। বউবাজার থানার ১ সাব-ইন্সপেক্টর ফুটপাথবাসী এক ব্যক্তিকে নিয়ে ৩ এপ্রিল এনআরএসে নিয়ে আসেন।

ওই রোগী আবার কথা বলতে পারেন নায। সোমবার তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট আসে। সেই রিপোর্ট পজেটিভ। রিপোর্ট পজিটিভ আসার পর বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।

এরপর দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকার এক ভিখারীর করোনা পজিটিভ আসে। উপসর্গ দেখে তাঁকে ভর্তি করা হয়েছিল বাঙুর হাসপাতালে। পরে তাঁকেও বেলেঘাটা আনা হয়েছে। এই দুই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। খোঁজ নেওয়া হচ্ছে তাঁরা কোথায় গিয়েছিলেন, তাঁদের সংস্পর্শে কারা এসেছেন, কাদের সঙ্গে তাঁরা বাস করেন, সব খোঁজ নেওয়া হচ্ছে।

English summary
Two footpath dwellers are affected of Coronavirus in Kolkata, State government is anxious to see this affections of corona.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X