For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ByElections: তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ সুকান্তের! অজুহাত নয়, ২০২৪-এর প্রস্তুতির ডাক অগ্নিমিত্রার

প্রায় দুলক্ষ ভোটে আসানসোলের (Asansol) জেতা আসন এবার বিজেপি (BJP) হারছে প্রায় তিনলক্ষ ভোটে। অন্যদিকে বালিগঞ্জে (Ballygunge) বিজেপি দ্বিতীয় স্থান থেকে চলে গিয়েছে তৃতীয় স্থানে। যার ফলে বিজেপির সংগঠন (hrganisation) নিয়ে

  • |
Google Oneindia Bengali News

প্রায় দুলক্ষ ভোটে আসানসোলের (Asansol) জেতা আসন এবার বিজেপি (BJP) হারছে প্রায় তিনলক্ষ ভোটে। অন্যদিকে বালিগঞ্জে (Ballygunge) বিজেপি দ্বিতীয় স্থান থেকে চলে গিয়েছে তৃতীয় স্থানে। যার ফলে বিজেপির সংগঠন (hrganisation) নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মধ্যে ভোটের জয়ে সংগঠন শব্দটা গালভরা। অন্যদিকে হার নিয়ে কোনও অজুহাত নয়, বলেছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

বালিগঞ্জ দারুণ সিট নয়

বালিগঞ্জ দারুণ সিট নয়

বালিগঞ্জে দলের প্রার্থীর হার নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, একুশের প্রবল হাওয়াতেই বালিগঞ্জে বিজেপি মাত্র ৩০ হাজার ভোট পেয়েছিল। সেক্ষেত্রে বালিগঞ্জ কোনও ভাবেই বিজেপির জন্য ভাল আসন নয়। তিনি বলেন, ওই কেন্দ্রে সংখ্যালঘু ভোট ৪২%, যাঁরা বিজেপিকে ভোট দেন না। তবে এবারের নির্বাচনে তৃণমূলের তরফ থেকে সংখ্যালঘু ভোট সরেছে বলে দাবি করে তিনি বলেন, সেই ভোট কংগ্রেস ও সিপিএম পেয়েছে।

তৃণমূল সন্ত্রাস করেছে

তৃণমূল সন্ত্রাস করেছে

আসানসোলে পরপর দুবার বিজেপি জয় পেয়েছিল। শেষবার ২০১৯-এ বাবুল সুপ্রিয় জিয়েছিলেন প্রায় ২ লক্ষ ভোটে। এবার সেই আসনই প্রায় ২ লক্ষ ৮০ হাজারের ব্যবধানে হার। যা নিয়ে সুকান্ত মজুমদার বলেছেন সেখানকার পাণ্ডবেশ্বর, বারাবণিতে ভোট হয়নি। ওই দুই কেন্দ্রে সংবাদ মাধ্যমকে ঢুকতে না দেওয়ারও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি রানিগঞ্জে শাসকের পক্ষে ভোট হওয়ার অভিযোগও তিনি করেছেন। তবে তিনি দাবি করেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র ফের বিজেপির দখলে আসবে।

অজুহাতে রাজি নন অগ্নিমিত্রা

অজুহাতে রাজি নন অগ্নিমিত্রা

রেকর্ড ভোটে হেরেছেন অগ্নিমিত্রা পাল। যদিও তাতে অজুহাত দিতে রাজি নন তিনি। এই তৃণমূল বিধায়ক বলেছেন, এখন থেকেই ২০২৪-এর দিকে তাকিয়ে শুধু আসানসোলে নয়, সব জায়গায় কাজ শুরু করেত হবে। তিনি বলেন, তৃণমূল মানেই সন্ত্রাণ, ধর্ষণ। ভোটের দিন বারাবনিতে তাঁর ওপরে হামলা ও গাড়ির কাঁচ ভাঙার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, এটাই এই রাজ্যের পরিস্থিতি। তার মধ্যেই লড়াই করতে হবে। কোন অজুহাত না দিয়ে তিনি হারকে মাথা পেতে নিচ্ছেন বলেও জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

 জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম স্লোগান

জয় বাংলার পাল্টা জয় শ্রীরাম স্লোগান

ভোটগ্রহণ দিনের মতোই গণনার দিনও উত্তপ্ত আসানসোল। এদিন পরাজয় নিশ্চিত হওয়ার পরে গণনা কেন্দ্র ছাড়ায় সময়ে অশান্তি তৈরি হয়। অগ্নিমিত্রা পালের গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয় বলে অভিযোগ। সেই ইট গিয়ে পড়ে পুলিশের গাড়িতে। এই সময় তৃণমূল সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। অগ্নিমিত্রা পাল পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন। সেই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং তৃণমূল সমর্থকদের সরিয়ে দেয়। তৃণমূলের অভিযোগ হারার পরে বিজেপি প্রার্থী উস্কানি দেওয়ার চেষ্টা করছিলেন। গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন।

ByElections: বালিগঞ্জ-আসানসোলে জয় তৃণমূলের! মা-মাটি-মানুষকে নববর্ষের উপহার, বললেন মমতাByElections: বালিগঞ্জ-আসানসোলে জয় তৃণমূলের! মা-মাটি-মানুষকে নববর্ষের উপহার, বললেন মমতা

English summary
Two different views of Sukanta Majumdar and Agnimitra Paul on defeating byelections in Asansol and Ballygunge
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X