For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহর ছাড়িয়ে আতঙ্ক এবার জেলায়! বাজির কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ২

শহর কলকাতার বাগরি মার্কেটের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই, এবার আতঙ্ক ছড়ায় জেলায়। সূত্রের খবর অনুযায়ী, নদিয়ার রানাঘাটের কাছে গাংনাপুরে বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শহর কলকাতার বাগরি মার্কেটের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই, এবার আতঙ্ক ছড়ায় জেলায়। সূত্রের খবর অনুযায়ী, নদিয়ার রানাঘাটের কাছে গাংনাপুরে বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে যায় বলে জানা গিয়েছে। আহতদের রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহর ছাড়িয়ে আতঙ্ক এবার জেলায়! বাজির কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ২

পরের দিন বিশ্বকর্মা পুজো। এরপর মহালয়া, দুর্গাপুজো। সেই ব্যস্ততাই ছিল গাংনাপুরের ওই বাজি কারখানায়। সেখানে পাশাপাশি একাধিক বাজির কারখানা রয়েছে বলে জানা গিয়েছে। তবে কারখানাগুলির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে স্থানীয়দের মধ্যেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাস সিলিন্ডার ফেটে গিয়েই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে তাঁরা ঘর ছেড়ে বেরিয়ে যান। সেখানে মজুত থাকা বাজির মশলায় আগুন ভয়াবহ আকার নেয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। দুজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃত দুজন হলেন, মিঠু মণ্ডল(৫৫) এবং রঞ্জিত বিশ্বাস(৫৩)।

তবে বিস্ফোরণের পরে টনক নড়েছে প্রশাসনের। বলা হয়েছে গাংনাপুর এবং আশপাশের এলাকায় থাকা বাজির কারখানাগুলির বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস মিলেছে প্রশাসনের তরফে।

English summary
Two died in a Explosion at fire cracker making factory at Gangnapur in Nadia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X