For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায়ী বর্ষায় নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, দুর্যোগের পূর্বাভাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কাও

অষ্টমী থেকে দশমী পুজোর শেষ তিন দিন বাংলা ভাসাবে ভারী বৃষ্টি- এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতর। তবে সেইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, অষ্টমী-নবমী কোনওরকমে কাটলেও দশমী থেকেই বৃষ্টির প্রকোপ শুরু হবে বঙ্গে।

Google Oneindia Bengali News

অষ্টমী থেকে দশমী পুজোর শেষ তিন দিন বাংলা ভাসাবে ভারী বৃষ্টি- এমনই পূর্বাভাস ছিল আবহাওয়া দফতর। তবে সেইসঙ্গে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, অষ্টমী-নবমী কোনওরকমে কাটলেও দশমী থেকেই বৃষ্টির প্রকোপ শুরু হবে বঙ্গে। সেই আশঙ্কা বাড়িয়ে দুপুরের পর থেকেই মুখ ভার হয়ে আছে আকাশের। একইসঙ্গে বিদায়ী বর্ষা ঝটকা দিতে পারে জোড়া নিম্নচাপের চোঙরাঙানিতে, এমন পূর্বাভাস জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

আকাশের মুখ ভার, ঘূর্ণাবর্তের রূপ নিতে পারে কোম্পাসু

আকাশের মুখ ভার, ঘূর্ণাবর্তের রূপ নিতে পারে কোম্পাসু

শুক্রবার দশমীর বিকেল থেকেই আকাশের মুখ ভার হয়ে রয়েছে। যে কোনও সময়ে বৃষ্টি এসে মাটি করে দিতে পারে সিঁদুর খেলার আনন্দ। দুই সাগরে জোড়া নিম্নচাপের ভ্রূকুটির মধ্যে আরও এক আশঙ্কার পূর্বাভাস জারি হয়েছে। চিন সাগরে তৈরি হওয়া টাইফুন কোমপাসু ফিলিপিন্স, ভিয়েতনাম উপরূলে ধাক্কা খাওয়ার পর বঙ্গোপসাগরে প্রবেশ করতে পারে। ঘূর্ণাবর্তের রূপে বঙ্গোপসাগরে এসে শক্তি বাড়িয়ে পুনরায় ঝড়ের রূপ নিতে পারে।

জোড়া নিম্নচাপের প্রভাবে দ্বাদশী থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া

জোড়া নিম্নচাপের প্রভাবে দ্বাদশী থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া

এদিক আবহাওয়া দফতর সাফ জানিয়ে দিয়েছে, দশমীতেও পিছু ছাড়বে না বৃষ্টি। দক্ষিণবঙ্গের সাত জেলায় ঝড়-জলের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জোড়া নিম্নচাপের প্রভাবে দ্বাদশী থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মোকাবিলা করতে হবে দক্ষিণবঙ্গকে। জেলা জেলায় ভারী বৃষ্টি হবে। আর তার পিছু পিছু টাইফুন ঘুর্ণাবর্তের রূপ নিয়ে ধেয়ে আসতে পারে বঙ্গোপগার দিয়ে।

টাইফুন কোম্পাসুর ঘূর্ণাবর্ত হয়ে ধেয়ে আসার সম্ভাবনা

টাইফুন কোম্পাসুর ঘূর্ণাবর্ত হয়ে ধেয়ে আসার সম্ভাবনা

তবে টাইফুন কোম্পাসুর ঘূর্ণাবর্ত হয়ে ধেয়ে আসার সম্ভাবনা এখনও স্পষ্ট নয়। আগামী দু-একদিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে। এমনিতেই জোড়া নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকায়। তারপর পিছনে ঘূর্ণাবর্তের রূপ নিয়ে কোম্পাসু পদার্পণ করলে রক্ষা নেই। উত্তাল হয়ে উঠবে বঙ্গোপসাগর। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী তিন-চারদিন।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যাবে। হাওড়া, হুগলি ও কলকাতাও এই দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে না। কলকাতা, হাওড়া ও হুগলি জেলাও ভাসাবে জোড়া নিম্নচাপ।

রবিবার থেকেই উত্তাল থাকবে সাগর, সতর্কতা জারি

রবিবার থেকেই উত্তাল থাকবে সাগর, সতর্কতা জারি

দক্ষিণ-পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। অন্যটি রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাবে। আর পিছনের ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে প্রবেশ করে শক্তি বাড়িয়ে ঝড়ের রূপ নিতে পারে। এর ফলে রবিবার থেকেই উত্তাল থাকবে সাগর।

তবে কি ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হবে ওই নিম্নচাপ

তবে কি ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হবে ওই নিম্নচাপ

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ চিন সাগরে তৈরি হওয় টাইফুন ক্রমেই শক্তি হারিয়ে থাইল্যান্ড উপকূলে এসে ঘূর্ণাবর্তা পরিণত হবে। পরে তা মার্তাবান ও আন্দামান উপসগারে প্রবেশ করতে পারে। এমনিতেই আন্দমান উপসাগর ঘূর্ণাবর্তের উপশুক্ত পরিবেশ তৈরি রয়েছে। সেখানে কোম্পাসু প্রবেশ করার অর্থ তা শক্তি বাড়িয়ে ঝড়ে পরিণত হওয়া। তা যদি সম্ভব হয়, তবে ঘূর্ণিঝড় জাওয়াদে পরিণত হবে ওই নিম্নচাপ। তবে অভিমুখ কোনদিকে হবে তা এখনও স্পষ্ট নয়।

English summary
Two depressions can occur heavy rain in Bay of Bengal coast and a circulation system can rush being cyclone.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X