For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের ভোট নিজে দিতে চেয়ে অনড়, নন্দীগ্রামে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু ২ সিপিএম সমর্থকের

ভোট যত শেষের দিকে এগোচ্ছে ততই পঞ্চায়েতে হিংসার মাত্রা সাংঘাতিক আকার নিচ্ছে। এবার নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের বলি হলেন দুই সিপিএম সমর্থক।

Google Oneindia Bengali News

ভোট যত শেষের দিকে এগোচ্ছে ততই পঞ্চায়েতে হিংসার মাত্রা সাংঘাতিক আকার নিচ্ছে। এবার নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের বলি হলেন দুই সিপিএম সমর্থক। সোমবার দুপুরে নন্দীগ্রাম ব্লকের হাসচড়াতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অপু মান্না, যোগেশ্বর ঘোষ নামে দুই সিপিএম সমর্থকের।

নিজের ভোট নিজে দিতে চেয়ে অনড়, নন্দীগ্রামে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু ২ সিপিএম সমর্থকের

[আরও পড়ুন:কাকদ্বীপে সিপিএম নেতাকে পুড়িয়ে খুন, দেহ নিয়ে কমিশনে সুজন-কান্তিরা][আরও পড়ুন:কাকদ্বীপে সিপিএম নেতাকে পুড়িয়ে খুন, দেহ নিয়ে কমিশনে সুজন-কান্তিরা]

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। সকাল থেকেই বুথ দখলের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। নিজের ভোট নিজে দিতে চাওয়ার ব্যাপারে অনড় ছিলেন অপু ও যোগেশ্বর। তাঁদের অনড় মনোভাব দমাতে না পেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তৃণমূল এই ঘটনা অস্বীকার করেছে।

দুষ্কৃতীদের ছোড়া গুলি লেগে মৃত্যুর পর মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়। এই ঘটনার পর নিজের ভোট নিজে দিতে চেয়ে কেউ কি সাহস করে ভোটের লাইনে দাঁড়াবেন? সেই প্রশ্ন উঠে পড়েছে।

[আরও পড়ুন:মন্ত্রীর অপসারণ দাবি দিলীপের, কমিশন থেকে সুপ্রিম কোর্টে লড়াই চলবে ভোটের পরও][আরও পড়ুন:মন্ত্রীর অপসারণ দাবি দিলীপের, কমিশন থেকে সুপ্রিম কোর্টে লড়াই চলবে ভোটের পরও]

English summary
Two CPM supporters are killed in Voters line at Nandigram og East Midnapur. West Bengal Panchayat Election is unrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X