For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্ষমতা ধরে রেখে বিজেপিতে 'ভাঙন' ধরাল তৃণমূল! উত্তর ২৪ পরগনার পথেই নদিয়ার পুরসভা

উত্তর ২৪ পরগনার অন্য পুরসভাগুলির মতো একই পথে হাঁটল নদিয়ার হরিণঘাটা।

  • |
Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনার অন্য পুরসভাগুলির মতো একই পথে হাঁটল নদিয়ার হরিণঘাটা। পুরসভা একই পথে হাঁটা নয়, বলা ভাল দলবদল করে বিজেপিতে যাওয়া কাউন্সিলরের তৃণমূলে ফিরে আসা। দুই কাউন্সিলর জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে।

হরিণঘাটায় তৃণমূলের ফিরলেন ২ কাউন্সিলর

হরিণঘাটায় তৃণমূলের ফিরলেন ২ কাউন্সিলর

৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুগি সোরেন এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন্দ্রনাখ বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা ফের হাতে নিয়েছেন। দলে ফিরে আসা দুই কাউন্সিলরের দাবি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই সব শ্রেণিকে নিয়ে চলতে পারেন। বিজেপি বিভাজনের রাজনীতি করে বলে অভিযোগ করেছেন, ওই দুজন।

 লোকসভা নির্বাচনের পরেই দলবদল

লোকসভা নির্বাচনের পরেই দলবদল

লোকসভা নির্বাচনের পরে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পুরসভার তৃণমূল কাউন্সিলরদের অধিকাংশই বিজেপিতে যোগ দেন। সেই পথেই ৮ তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল রায়ের হাত ধরে। বনগাঁ লোকসভার অন্তর্গত এই হরিণঘাটা বিধানসভায় পরাজিত হয়েছিল তৃণমূল। এর পরেই তৎকালীন পুরপ্রধান রাজীব দালালের বিরুদ্ধে সরব হয়ে দল ছেড়েছিলেন আট কাউন্সিলর। পরে রাজীব দালালকে সরিয়ে মানিক ভট্টকে নতুন চেয়ারম্যান করা হয়। হরিণঘাটা শহর তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বিজেপি পুরবোর্ডের দখল নিতে পা পারার কারণেই কয়েকজন দলত্যাগী ফিরতে চাইছিলেন। তাঁদের মধ্যে থেকে আপাতত দুজনকে ফেরানো হল।

হরিণঘাটা পুরসভার বর্তমান অবস্থান

হরিণঘাটা পুরসভার বর্তমান অবস্থান

হরিণঘাটা পুরসভায় ১৭ টি আসনের সবকটিই জিতেছিল তৃণমূল। প্রায় একমাসে আগে আট তৃণমূল কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছিলেন। নয়জন ছিলেন তৃণমূলে। দিন কুড়ি আগে নতুন পুরপ্রধান নির্বাচনের ভোটাভুটিতে ফলাফল ছিল ৯-৮। কিন্তু দুজন কাউন্সিলর ফিরে আসায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা গিয়ে দাঁড়াল ১১তে।

English summary
Two BJP councillors come back to their old party in Haringhata Municipality
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X