For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে খুন দাদা ভাই, দেহ পৌঁছল গ্রামে

ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে খুন দাদা ভাই, দেহ পৌঁছল গ্রামে

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুষ্কৃতীদের প্রাণ হারাল বাংলার দুই শ্রমিক। পরিবার সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার মৌলি গ্রামের ঘটনা। ঠিকাদারের মাধ্যমে বছর ২২ এর আসিবুর মোল্লা ও তার ভাই বছর ১৮ ঐর তৈবুর মোল্লা গত ১৫ই ফেব্রুয়ারি রাজস্থানে সেলাই এর কাজে গিয়েছিল। সেখানে এক ঠিকাদারি সংস্থায় জামা কাপড় তৈরীর দর্জি কাজ করছিল। গত ২৮শে ফেব্রুয়ারি শুক্রবার রাতে তাদেরকে একদল দুষ্কৃতী ডেকে এনে বেধড়ক মারধর করে বলে পরিবারের অভিযোগ। তারপর তাঁদের মৃতদেহ পাওয়া যায়। তদন্ত শুরু করে রাজস্থান পুলিশ।

ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে খুন দাদা ভাই, দেহ পৌঁছল গ্রামে

ময়নাতদন্ত জানা গিয়েছে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আসিবুর ও তৈবুরের। এই ঘটনার পর ওই ঠিকাদার সংস্থার মালিক পুরো ঘটনা মৃত আসিবুরের পরিবারকে জানায়। রাজস্থান পুলিশ দেহ দুটি এ রাজ‍্যে নিয়ে আসে। মৃত শ্রমিকের বাবা খোকন মোল্লার দাবি তাদের সন্তানদের পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। ঘটনায় দুই ভাইয়ের মৃত দেহ গ্রামে আসতেই ভয়ে সিঁটিয়ে রয়েছে সবাই। চোখে মুখে আতঙ্কের ছাপ। সাংবাদিকদের সামনে মুখোমুখি হতে চাইছে না মৃতের পরিবারের সদস্যরা। তবে এই আতঙ্ক নিয়ে রীতিমত সন্দেহের দানা বেঁধেছে। এর পিছনে কি কোন রাজনৈতিক চাপ ? না মোটা অঙ্কের প্রলোভন? তা নিয়ে উঠছে প্রশ্ন।

অন্যদিকে, পাশের গ্রাম গৌরীবালি থেকে গত তিন মাস আগে তোফাজ্জেল মোল্লা (৩০) ও জাহিদুল মোল্লা (২০) দিল্লি গিয়েছিলেন ঠিকাদারের সঙ্গে দর্জির কাজ করতে। সেখানকার ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তারা কোন রকম ভাবে রাজস্থান হয়ে এ রাজ্য ঢোকে রবিবার সকালে। মিনাখাঁয় নিজের গ্রামে ফিরে এসেছেন তারা। তাদেরকে মারধর করা হয়েছে বলে দাবি তাদের, তার জন্য তারা আতঙ্কিত। তবে এর থেকে বেশী কিছু বলতে নারাজ তারা। সবমিলিয়ে মুখে কুলুপ এঁটেছে সবাই।

English summary
two bengali labour died in other state, body reached villege
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X