For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুকুরে ফেলা হল ব্যালট বাক্স! ভোট মাথায় উঠল দক্ষিণ দিনাজপুরে

জলপাইগুড়ি, রাজারহাটের পরে এবার ব্যালট বাক্স লক্ষ্য করে আক্রমণ নেমে এল দক্ষিণ দিনাজপুরে।

  • |
Google Oneindia Bengali News

জলপাইগুড়ি, রাজারহাটের পরে এবার ব্যালট বাক্স লক্ষ্য করে আক্রমণ নেমে এল দক্ষিণ দিনাজপুরে। জলপাইগুড়িতে ব্যালট বাক্সে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভোট প্রক্রিয়া বানচাল করতেই এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে। রাজারহাটে ভিজিয়ে দেওয়া হয় ব্যালট পেপার। ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া হয়।

পুকুরে ফেলা হল ব্যালট বাক্স! ভোট মাথায় উঠল দক্ষিণ দিনাজপুরে

[আরও পড়ুন:ভোটারদের চোখে ছিটিয়ে দেওয়া হল লঙ্কাগুঁড়ো! ভোট পণ্ড করার চেষ্টায় উত্তেজনা][আরও পড়ুন:ভোটারদের চোখে ছিটিয়ে দেওয়া হল লঙ্কাগুঁড়ো! ভোট পণ্ড করার চেষ্টায় উত্তেজনা]

সেই ঘটনার রেশ ধরেই এবার দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বজরাপুর এলাকায় একটি বুথের ব্যালট বাক্স পুকুরে ফেলে দেওয়া হল।

এই ঘটনার জেরে শাসক-বিরোধী একে অপরের বিরুদ্ধে অভিযোগে আঙুল তুলেছে। ঘটনার পর গ্রামবাসীরা একত্র হয়ে প্রতিবাদ জানান ভোটকেন্দ্রের বাইরে।

জানা গিয়েছে, মোট দুটি ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হয়। যার জেরে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। শুরু হয় তুমুল উত্তেজান। যার জেরে এলাকায় মোতায়েন করতে হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

[আরও পড়ুন:চাকরির লোভে বুথ 'দখলে' গিয়ে গণপিটুনি! মৃত্যু এমএ পাশ যুবকের][আরও পড়ুন:চাকরির লোভে বুথ 'দখলে' গিয়ে গণপিটুনি! মৃত্যু এমএ পাশ যুবকের]

এর পাশাপাশি মুর্শিদাবাদেও একই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তৃণমূল বিজেপি সংঘর্ষের পর ব্যালট বাক্স পুকুরে ছুড়ে ফেলা হয়।

English summary
West Bengal Panchayat Election 2018 : Two ballot box thrown in pond in South Dinajpur, voting stopped, Heavy police deployed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X