For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আনিসুর মামলার নয়া মোড় কলকাতা হাইকোর্টে

আনিসুর মামলার নয়া মোড় কলকাতা হাইকোর্টে

  • |
Google Oneindia Bengali News

আনিসুর মামলার নয়া মোড় কলকাতা হাইকোর্টে। আনিসুর রহমানের আনা মামলায় মৃত কুরবান শাহের ভাগ্নে জওহর শাহ এই মামলা প্রত্যাহার করতে চাইলেও কুরবান শাহের দাদা আফজাল শাহ এই মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করলো কলকাতা হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আনিসুর রহমানের আনা মামলায় বুধবার কুরবান শাহের দাদার আইনজীবীরা এই মামলার বিস্তারিত শুনানির আবেদন জানান। তাদের বক্তব্য, মামলা প্রত্যাহার করতে নিতে চায় নিহত কুরবান শাহের ভাগ্নে জহর আলী শাহ। যদিও আইনজীবীদের দাবি, 'জহর মামলা না চালাতে চাইলেও নিহত কুরবানের দাদা এই মামলা চালাতে আগ্রহী। তাদের আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে।

আনিসুর মামলার নয়া মোড় কলকাতা হাইকোর্টে

অন্যদিকে, এদিন হাইকোর্টে উপস্থিত হয়ে কুরবান শাহের দাদা আফজাল সাহা জানান, 'জেলবন্দী আনিসুর ও তার সহযোগীরা আমাদের এবং আমাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত সেই কারনেই আমাদের ভাগ্নে জহর আলী শাহ মামলা তুলে নিতে চাইছে। তিনি আরও জানান, 'আমরাও তৃণমূল করি, এতদিন হয়ে গেলো সুবিচার পেলাম না। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন (আনিসুর ভালো ছেলে) সেটা দুর্ভাগ্যের। আমরা মামলা চালিয়ে যাব।'

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলা সরকার প্রত্যাহার সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি ও গত ২ মার্চ তমলুক আদালত রাজ্যের আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালত রাজ্যের আবেদন মঞ্জুর করে। নিম্ন আদালতের নির্দেশে সেদিনই মুক্তি পান আনিসুর রহমান। কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশ ও রাজ্য সরকারের গত ২৬ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ওই দিনই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুরবান শাহর ভাগ্নে জওহর শাহ। তার প্রেক্ষিতে তমলুক আদালতের নির্দেশিকা বাতিল করে, কুরবান শাহ হত্যার প্রধান অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার সংক্রান্ত রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় আনিসুর রহমান এদিন সেই মামলার শুনানি ছিল হাইকোর্টে।

হিংসার নামে ভোট ভাগের চেষ্টা, পায়ে আঘাতে মমতার দোষারোপের পাল্টা প্রতিক্রিয়ায় আর কী বললেন সেলিমহিংসার নামে ভোট ভাগের চেষ্টা, পায়ে আঘাতে মমতার দোষারোপের পাল্টা প্রতিক্রিয়ায় আর কী বললেন সেলিম

English summary
Twist in Anisur Rahman case in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X