For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের 'অবাক' কন্যা! ১২ বছর বয়সে মাধ্যমিকে সুযোগ

এবার ১২ বছর বয়সেই মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সাইফা খাতুন। পুরুলিয়ার মৌসুমীর পর সাইফা রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় আড়াই দশক আগেকার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ২০১৯-এ।

  • |
Google Oneindia Bengali News

এবার ১২ বছর বয়সেই মাধ্যমিক দিতে চলেছে হাওড়ার সাইফা খাতুন। পুরুলিয়ার মৌসুমীর পর সাইফা রেকর্ড ভাঙতে চলেছে। প্রায় আড়াই দশক আগেকার ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে ২০১৯-এ। গ্রামীণ চিকিৎসক মহম্মদ এনামূলের একমাত্র সন্তানের পড়শোনা বাড়িতেই।

 রাজ্যের অবাক কন্যা! ১২ বছর বয়সে মাধ্যমিকে সুযোগ

২০১৯-এর মাধ্যমিক পরীক্ষায় বসতে গেলে জন্ম হতে হবে ২০০৪-এর ৩১ অক্টোবরের আগে। এটাই ছিল নিয়ম। অর্থাৎ ১৪ বছরের কমে দেওয়া যাবে না মাধ্যমিক। কিন্তু প্রতিভায় নিয়ম শিথিল করতে হয়েছে মধ্যশিক্ষা পর্যদকে। মধ্যশিক্ষা পর্যদের প্রশাসক কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পরীক্ষা নেওয়ার পর সন্তুষ্ট হয়েই সাইফার জন্য এই নিয়ম শিথিল করা হয়েছে। মধ্যশিক্ষা পর্যদের নেওয়া পরীক্ষায় দেখা গিয়েছে, সাইফা গড় নম্বর পেয়েছে ৫০ শতাংশের বেশি।

মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্তে খুশি সাইফা। হাওড়ার সালকিয়ার একটি স্কুল থেকে পরীক্ষার্থী সে। খুশি সাইফার বাবা মহম্মদ এনামূল। তিনি জানিয়েছে, বাড়িতে পড়াশোনা করলেও, মনে হয়েছিল অন্যদের থেকে একটু এগিয়েই রয়েছে সাইফা। সেই অনুযায়ী, মধ্যশিক্ষা পর্যদে বিশেষ আবেদন। আবেদন মঞ্জুর করতে পরীক্ষার নেওয়া হয় সাইফার। সেই পরীক্ষায় সফলভাবেই উত্তীর্ণ হয়েছে সে।

২০১৯-এর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি। প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে। যার মধ্যে এক্সটার্নাল হিসেবে প্রস্তুতি নিচ্ছে সাইফা খাতুন। পরীক্ষায় বসার সময় সাইফার বয়স হবে ১২ বছর ৩ মাস।

প্রায় আড়াই দশক আগে পুরুলিয়ার মৌসুমী আটবছর বয়সে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল।

English summary
Twelve year old Saifa Khatun will sit for 2019 Madhyamik Examination
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X