For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধৃত বলবিন্দর কার্গিলে লড়াই করা কমান্ডো! পাগড়ি-বিতর্কে এবার মমতাকে কড়া বার্তা অমরিন্দরের

Google Oneindia Bengali News

বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে চারিদিক থেকে প্রতিবাদ শুরু হয়েছে। এবার সরব হলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান কংগ্রেস নেতা অমরিন্দর সিং।

৮ অক্টোবর বিজেপির মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র

৮ অক্টোবর বিজেপির মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র

৮ অক্টোবর বিজেপির মিছিলে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। বলবিন্দর সিং নামে ওই ব্যক্তির থেকেই পিস্তল উদ্ধার করে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়। একদিন পর আগ্নেয়াস্ত্র উদ্ধারের ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়েতেই শুরু হয় তরজা। বিজেপির নেতৃত্ব থেকে শুরু করে ক্রিকেটার হরভজন সিংও এই ঘটনার তীব্র নিন্দা জানান।

পাগড়ি বিতর্কে নয়া টুইস্ট

পাগড়ি বিতর্কে নয়া টুইস্ট

এদিকে পাগড়ি বিতর্কে জানা গিয়েছে বলবিন্দর পঞ্জাবের ভাতিণ্ডার বাসিন্দা বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো৷ আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ায় যে ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ তিনি নাকি কার্গিল যুদ্ধেও অংশ নিয়েছিলেন৷ ৪৫ বছরের বলবিন্দরের এই বায়োডেটা টুইট করে জানিয়েছেন বিজেপির রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷

টুইটারে অসন্তোষ প্রকাশ করেন বিজয়বর্গীয়র

টুইটারে অসন্তোষ প্রকাশ করেন বিজয়বর্গীয়র

টুইটারে অসন্তোষ প্রকাশ করে বিজয়বর্গীয় লেখেন, পুলিশ শুধু ওই জওয়ানকে টানাহেঁচড়াই করেনি৷ তাঁর পাগড়ি খুলে অপমানও করেছে৷ তিনি লেখেন, সুরক্ষা বাহিনীর জওয়ান বলবিন্দর সিংকে মারধর করেছে কলকাতা পুলিশ৷ তাঁর পাগড়ি খুলে দেওয়া হয় ৷ উনি একজন দক্ষ জওয়ান যিনি একাধিক মিলিটারি ট্রেনিং কোর্স করেছেন৷ এরকম একজন সাহসী মানুষের উপর মমতার সরকারের অপমান বেদনাদায়ক৷

তোপ দাগেন দিলীপ ঘোষ

তোপ দাগেন দিলীপ ঘোষ

এদিকে এদিন বর্ধমানে এসে পাগড়ি বিতর্ক নিয়ে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এদিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে খোঁচা দিয়ে বলেন, 'মাথায় পাগড়ি ছিল বলেই পুলিশ বলবিন্দর সিংকে অপমান করে গ্রেফতার করার সাহস দেখিয়েছে। মাথায় গোল টুপি থাকলে পুলিশ এই সাহস দেখাতে পারত না৷'

যা বললেন অমরিন্দর সিং

যা বললেন অমরিন্দর সিং

এদিকে এদিন অমরিন্দর সিং বলেন, 'এটা ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে এক শিখ যুবকের গ্রেফতারির সময় তাঁর পাগড়ি খুলে ফেলা হয়েছে। ওই যুবকের মানহানির ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী। এই কাণ্ড যিনি ঘটিয়েছেন সেই পুলিশকর্মী শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছেন। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি।'

তোপ দাগিন সুখবীর সিং বাদলও

তোপ দাগিন সুখবীর সিং বাদলও

বিষয়টি নিয়ে শিরোমণি অকালি দলনেতা সুখবীর সিং বাদলও মুখ খুলেছেন। ঘটনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, 'শিখ দেহরক্ষী বলবন্দর সিংয়ের উপর পশ্চিমবঙ্গ পুলিশের আক্রমণ ও তাঁর পাগড়ি খুলে নেওয়ার ঘটনার কড়া নিন্দা করি। এই ঘটনা গোটা বিশ্বের শিখ সম্প্রদায়কে খেপিয়ে তুলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাই।'

<strong>লাদাখ সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন চিনের, বেজিংয়ের গোপন অভিসন্ধির পর্দা ফাঁস</strong>লাদাখ সীমান্তে ৬০ হাজার সেনা মোতায়েন চিনের, বেজিংয়ের গোপন অভিসন্ধির পর্দা ফাঁস

English summary
Turban controversy stirred, arrested man is ex army, Punjab CM asks Mamata Banerjee to take step
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X