For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনদিন পর উঠল ট্রাক ধর্মঘট

মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর আশ্বাসের তিনদিন পর উঠল উঠল ট্রাক ধর্মঘট।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রীর আশ্বাসের তিনদিন পর উঠল উঠল ট্রাক ধর্মঘট। মূলত পুলিশি জুলুম সহ ছয় দফা দাবিতে ১৯ আগস্ট থেকে ধর্মঘটের ডাক দেয় সারা বাংলা ট্রাক মালিকদের সংগঠন।

মুখ্যমন্ত্রীর আশ্বাসে তিনদিন পর উঠল ট্রাক ধর্মঘট

তার দাবি ছিল, অবিলম্বে ভারত সরকারের মোটর ভিকেলস এর নতুন এক্সেল লোড চালু করতে হবে, ২০১৯ এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে জিএসটি চালু করতে হবে, লোডিং পয়েন্ট থেকে ওভারলোড বন্ধ করতে হবে, কেন্দ্রীয় সরকারের প্রতি বছর থার্ড পার্টি ইন্সুরেন্স প্রিমিয়াম বৃদ্ধি করা বন্ধ করতে হবে, এছাড়াও আরটিও পুলিশি ঝামেলা ও টাকা তোলা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার সংগঠনের যুগ্ম সম্পাদক সজল ঘোষ জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহণ মন্ত্রী তাদের দাবি মেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, প্রশাসনিক কাজের জন্য তাঁরা বাইরে রয়েছেন। তবে তাদের দাবি মেনে নেওয়ার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী ও পরিবহন মন্ত্রী কথা বলেছেন বলে তিনি জানান। ২৮ তারিখের পরে নিয়ে ইউনিয়নের সঙ্গে তারা কথা বলবেন এই আশ্বাস পেয়ে আমরা ধর্মঘট তুলে নিচ্ছি।

English summary
Truck strike dissolve after intervention on CM Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X