For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালি-কাণ্ডে সিবিআইকে চিঠি ত্রিপুরা সরকারের, মমতার সরকারকে উপরি চাপ

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাপে রাখতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে অ্যাডভাইসারি নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ত্রিপুরা সরকার উপরি চাপ প্রয়োগ করল।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চাপে রাখতে রাজ্যের আইন-শৃঙ্খলার প্রশ্নে অ্যাডভাইসারি নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার ত্রিপুরা সরকার উপরি চাপ প্রয়োগ করল। রোজভ্যালি-কাণ্ডে অবিলম্বে তদন্ত শুরু করতে সিবিআইকে অনুরোধ জানাল ত্রিপুরা সরকার। উল্লেখ্য, চিটফান্ড স্ক্যামের ৭৪টি মামলার তদন্তভার রয়েছে সিবিআইয়ের উপর।

রোজভ্যালি-কাণ্ডে সিবিআইকে চিঠি ত্রিপুরা সরকারের, মমতার সরকারকে উপরি চাপ

রোজভ্যালি-কাণ্ডে তিনটি মামলা রয়েছে ত্রিপুরার আগরতলা, কুমারঘাট ও বীরগঞ্জে। রোজভ্যালি গ্রুপের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই তিনটি মামলা-সহ অন্যান্য ৭৪টি মামলার তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে সিবিআইকে। এই তিনটি মামলাকে অগ্রাধিকার দেওয়ার অনুরোধও করা হয়েছে।

ত্রিপুরা স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে ৭৪টি মামলার বিষয়ে সিবিআই তদন্তের জন্য অনুরোধ করা হয়েছে। মুখ্যসচিব অরূপ দেব নিজে চিঠি দিয়েছেন সিবিআইকে। এর আগে ২০১৮-র ১৩ জুলাই ও ১৯ এপ্রিল সিবিআইকে দুটি চিঠি দিয়ে সম্মতি জানানো হয়। চিঠিটি সিবিআইয়ের ডিরেক্টর ও গুয়াহাটিতে সিবিআইয়ের জোনাল অফিসের জয়েন্ট ডিরেক্টরকে চিঠি দেওয়া হয়।

উল্লেখ্য, রোজভ্যালিকাণ্ড-সহ চিটফান্ডের সমস্ত মামলার তদন্তই আটকে রয়েছে সিবিআইয়ের হাতে। তা অবিলম্বে শুরু করার আর্জি জানানো হয়েছে। এর ফলে মমতার প্রশাসন নতুন করে চাপে পড়তে বাধ্য। একদিকে রাজ্যের আইনশৃঙ্খলা যখন প্রশ্নের মুখে, তখন চিটফান্ড-কাণ্ডের তদন্তে অগ্রগতি হলে শাঁখারির করাতে পড়বে রাজ্যের তৃণমূল সরকার।

English summary
Tripura government requests CBI to start investigation in Rose Valley scam. Tripura has requested CBI for investigating the 74 cases of chit fund scams,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X