For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটানিয়া বিস্কুটের স্বাদে স্মৃতিমেদুর হলেন TMC-র মহুয়া মৈত্র, ছ'বছরে বদল হয়নি স্বাদের দাবি কোম্পানির

ব্রিটানিয়া বিস্কিটের স্বাদে স্মৃতিমেদুর হলেন তৃণমূল MP মহুয়া মৈত্র, ছ'বছরে বদলায়ি স্বাদ দাবি কোম্পানির

  • |
Google Oneindia Bengali News

টুইটার এবং সোশ্যালমিডিয়া মাঝে মাঝেই মানুষকে স্মৃতিমেদুর করে দেয়। মাঝে মধ্যেই এমন সব বিষয় বা ছবি ফোসবুকে শেয়ার হয় যা আমাদের ভীষণ কাছের কিন্তু অতীতে ছেড়ে এসেছি৷ বিশেষ করে যদি সেটা কোনও পুরনো স্বাদের স্মৃতি হয় তাহলে তো কথায় নেই! মঙ্গলবার টুইটারে এরকমই এক পুরনো স্বাদ নিয়ে স্মৃতিমেদুর হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ ভারতবাসীর জীবনের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে আসে ব্রিটানিয়া কোম্পানির বিস্কুট৷ প্রায় ১২৯ বছরের বিস্কুট প্রস্তুতকারক সংস্থাটি নানা রকমের, নানা স্বাদের বিস্কুট উপহার দিয়ে চলেছে বাঙালি তথা ভারতবাসীকে। এই কোম্পানিরই একটি পুরনো বিস্কুট ফিরিয়ে নিয়ে আসার জন্য টুইটারে অনুরোধও করেন মহুয়া।

কোন বিস্কুট ফেরাতে আবেদন মহুয়ার?

কোন বিস্কুট ফেরাতে আবেদন মহুয়ার?

বিখ্যাত খাদ্য-লেখক বীর সিংঘভিকে টুইটারে ট্যাগ করে মহুয়া লেখেন, 'আমি একমত, বীর! কিন্তু যেটা আমার মন খারাপ করে তা হল তা হল আমার শৈশবের প্রিয় ব্রিটানিয়া অরেঞ্জ ক্রিম এখন আর পাওয়া যাচ্ছে না। নতুনভাবে যদিও ট্রিট নামক ব্র্যান্ডটি বাজারে নিয়ে এসেছে ব্রিটানিয়া তবে তার স্বাদ আগের অরেঞ্জ ক্রিমের ধারে কাছেও নেই। দয়া করে ব্রিটানিয়া পুরনো স্বাদের অরেঞ্জ ক্রিম ফিরিয়ে আনুন।'

রিপ্লাইয়ে কী বললেন বীর সিংঘভি?

রিপ্লাইয়ে কী বললেন বীর সিংঘভি?

এই টুইটের রিপ্লাইয়ে খাদ্য-লেখক বীর সিংঘভি লেখেন, ঠিক বলছেন ব্রিটানিয়ার ক্রিম বিস্কুটের স্বাদ ২০১৫ থেকেই অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে৷ যদিও ব্রিটানিয়া বিস্কুট নিয়ে টুইটারে এই আলোচনাটি শুরুই করেছেন খাদ্য-লেখক বীর। মঙ্গলবার তিনি একটি টুইটে প্রশ্ন তোলেন সুস্বাদু ব্রিটানিয়া বার্বান বিস্কুটগুলি কি আগের থেকে আকারে একটু ছোটে হয়ে গিয়েছে? তারপর তিনি নিজেই লেখেন এটা নাও হয়ে থাকতে পারে হয়ত আমিই একটি লোভের বশবর্তী হয়ে এরকমটা মনে করছি!'

বীরের টুইটের রিপ্লাইয়ে কী বলল ব্রিটানিয়া?

বীরের টুইটের রিপ্লাইয়ে কী বলল ব্রিটানিয়া?

এরপরই ব্রিটানিয়া কোম্পানির পক্ষ থেকে বীরের টুইটের রিপ্লাই দিয়ে বলা হয়, আমরা জানি আমাদের বিস্কুট নিয়ে সবার প্রত্যাশা অনেক বড়, কিন্তু আমাদের বিস্কুটের আকারে কোনও পরিবর্তন হয়নি৷ এরপর আবারও একটি টুইটে বীর লেখেন কতদিন ধরে হয়নি? রিপ্লাইয়ে ব্রিটানিয়ার পক্ষ থেকে লেখা হয় অন্তত ছ'বছর ধরে। এরপরই ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিজের মতামত টুইটারে শেয়ার করেন মহুয়া মৈত্র৷ তবে বীর ও মহুয়া ছাড়াও প্রচুর মানুষ নিজেদের পছন্দের বিস্কুটের স্বাদের স্মৃতি নিয়ে টুইট করেছেন৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
The 129-year-old biscuit maker has been offering biscuits of various types and flavors to Bengalis and Indians alike. TMC MP Mahua Moitra also requested on Twitter to bring back an old biscuit of this company.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X