For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘাসফুল 'ডেরেক' দাদার পদ্মফুল 'ব্যারি' ভাই

Google Oneindia Bengali News

ঘাসফুল 'ডেরেক' দাদার পদ্মফুল 'ব্যারি' ভাই
কলকাতা, ৪ জুন : কমছে ঘাসফুল, ফুটছে পদ্মফুল।

২০১১, তখন শোনা গিয়েছিল দলে দলে বামেদের ছেড়ে দক্ষিণপন্থী তৃণমূলে যোগ দিচ্ছেন কর্মীরা। সেলিব্রেটিরাও দিদির হাত ধরতেই এগিয়ে আসছেন। তখন অবশ্য বিকল্প কোনও হাত আর ছিল না বাংলায়। কিন্তু ঘাসফুলের রাজ্যে হঠাৎ করে ফুটতে শুরু করেছে পদ্মফুল। বামপন্থী নয়, আর এক দক্ষিণপন্থী দল বিজেপিই এখন তৃণমূলের জমিতে ভাগ বসাতে এগিয়ে আসছে।

ভোট ভাগ বাড়িয়ে ইতিমধ্যে বাংলাতেও পদ্মকুড়ি ফোটার ইঙ্গিত দিয়েছে বিজেপি। এখন যেভাবে বাংলার বিভিন্ন ক্ষেত্র থেকে আসা বিশিষ্ট ব্যক্তিদের ভিড় জমতে শুরু করেছে বাংলায় ব্রাত্য থাকা এই দলে, তাতে রীতিমতে থমথমে হয়ে গিয়েছে তৃণমূল শিবির।

অবাক কাণ্ড, জনপ্রিয় কুইজমাস্টার ডেরেক ও'ব্রায়েন, যিনি আবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ ও দলের মুখপত্রও বটে, তাঁর ভাই ব্যারি ও'ব্রায়েন তৃণমূল থেকে মুখ ফিরিয়ে সস্ত্রীক যোগ দিলেন রাজ্য বিজেপিতে।

ব্যারি ও'ব্রায়েন, ষষ্ঠী দুলে এবং 'তপসে' সিদ্ধার্থ মুখোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে

ব্যারি ও'ব্রায়েন বিশিষ্ট প্রেরণাদানকারী বক্তা হিসাবেই পরিচিত। বাম আমলে ২০০৬-১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার ইঙ্গো-ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে মনোনীত সদস্য ছিলেন ব্যারি। সক্রিয় রাজনীতি সেভাবে করেননি এতদিন। এবার বিজেপি যোগ দিয়ে সরাসরি সক্রিয় রাজনীতিতে ঢুকে পড়লেন ডেরেক ভাই ব্যারি। যদিও এবিষয়ে ডেরেক এখনও সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দেননি।

শুধু ব্যারিই নয়, বুধবার বাংলার আরও বেশ কিছু উজ্জ্বল মুখ যোগ দিয়েছে রাজ্য বিজেপিতে। এদের মধ্য রয়েছেন জনপ্রিয় ফুটবলার ষষ্ঠী দুলে। ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, বল পায়ে যুবভারতীতে দাপিয়ে বেরিয়েছেন বহুবার। এবার বিজেপিতে যোগ দিয়ে নতুন ম্যাচে ঢুকে পড়লেন দুলে।

দুলের পাশাপাশি রয়েছেন, শেয়ার বাজার বিশেষজ্ঞ সিদ্ধার্থ মুখোপাধ্যায়। তবে ওনার আরও একটি পরিচয় রয়েছে। সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের 'তোপসে' ছিলেন সিদ্ধার্থ। শেয়ার বাজের হাত পাকিয়েছেন, অভিনয়েও। এবার রাজনীতির পালা।

বুধবার বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি রাহুল সিনহা এই তিনজনের বিজেপিতে যোগ দেওয়ার খবর ঘোষণা করেন। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ধীরে ধীরে সবাই বুধতে পারছেন দেশে সোনার দিন ফিরিয়ে আনতে হলে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারই একমাত্র বিকল্প।

এর পাশাপাশি অনলাইনে কলেজে ভর্তি বন্ধ করা ও কলকাতা নাইট রাইডার্সের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলার ঘটনা নিয়ে কড়া সমালোচনা করেন।

English summary
Trinamool MP Derek O' Brien's brother Barry joins West Bengal BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X