For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রের অনুমোদন ছাড়াই পশ্চিমবঙ্গকে ‌‘‌বাংলা’‌ বলে প্রচার তৃণমূল সরকারের

বাজেট অধিবেশনের শুরুতেই পশ্চিমবঙ্গের নাম বদলে আপত্তির কথা জানিয়েছিল মোদী সরকার। বলা হয়েছিল কোনওভাবেই পশ্চিমবঙ্গের নাম বদল করা যাবে না।

Google Oneindia Bengali News

বাজেট অধিবেশনের শুরুতেই পশ্চিমবঙ্গের নাম বদলে আপত্তির কথা জানিয়েছিল মোদী সরকার। বলা হয়েছিল কোনওভাবেই পশ্চিমবঙ্গের নাম বদল করা যাবে না। গত ৩ জুন সাংসদ ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় সংসদে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের নাম বদলের অনুমতি কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের অনুমোদন ছাড়াই পশ্চিমবঙ্গকে ‌‘‌বাংলা’‌ বলে প্রচার তৃণমূল সরকারের

তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল এই নাম বদলের জন্য যে বিল আনা জরুরি তার কোনওটাই করেননি তৃণমূল সরকার। তাই পশ্চিমবঙ্গের নাম বদল করা যাবে না। প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকেছিলেন।

কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মানছে না বলে অভিযোগ। সম্প্রতি রাজ্যের উন্নয়নের খতিয়ানের একটি পুস্তিকা প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাতে লেখা হয়েছে বাংলার উন্নয়ন। এবং পুস্তিকায় একাধিক বার রাজ্যের নাম বাংলা লেখা হয়েছে। লেখা হয়েছে একাধিক রাজ্যের থেকে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে অনেকটাই এগিয়ে বাংলা।

কেন্দ্রীয় সরকার একাধিকবার অভিযোগ করেছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য এবং সুরক্ষার মান একেবারেই নগন্য। তার প্রেক্ষিতেই এই পুস্তিকাটি প্রকাশ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু তাত পশ্চিমবঙ্গের নাম একাধিকবার বাংলা লেখা হয়েছে বলে অভিযোগ।

English summary
Trinamool has released a news report titled - 'Bangla ahead of many States
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X