For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিতল তৃণমূল, ফেসবুকে চুটিয়ে প্রচার বিজেপির! পঞ্চায়েত নির্বাচনের ফল নিয়ে বিভ্রান্তি চরমে

জিতল একজন, অথচ সোশাল মিডিয়ায় প্রচার হচ্ছে অন্য জনের নাম। ফেসবুকের সেই প্রচারের জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রার্থী।

Google Oneindia Bengali News

জিতল একজন, অথচ সোশাল মিডিয়ায় প্রচার হচ্ছে অন্য জনের নাম। ফেসবুকের সেই প্রচারের জন্য বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এবার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল প্রার্থী। সোমবার এই অভিযোগ দায়ের করেছেন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকা থেকে জেলা পরিষদের বিজয়ী তৃণমূল প্রার্থী দেবাশিস প্রমাণিক।

জিতল তৃণমূল, ফেসবুকে চুটিয়ে প্রচার বিজেপির! বিভ্রান্তি চরমে

ফুলবাড়ি-ডাবগ্রামের এই আসনে ২৮ হাজার ৪৩৬ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী। তিনি অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে সোশাল মিডিয়াকে হাতিয়ার করে রটনা করা হচ্ছে এই কেন্দ্রে আমি হেরে গিয়েছি। জিতেছেন বিজেপি প্রার্থী অলোক সেন। বিজেপির একটি প্রোফাইল থেকে এই প্রচার এখনও চলছে। কিন্তু তা সত্যি নয়। তিনি বলেন, আমার কাছে শংসাপত্রও রয়েছে।

কী প্রচার করা হচ্ছে ওই ফেসবুক প্রোফাইলে? ফেসবুককে মাধ্যম করে প্রচার করা হচ্ছে ওই জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী দেবাশিস প্রামাণিককে ৪১০০ ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী অলোক সেন। এমনকী এখানেই শেষ নয়, রটনা করা হয়- ফের ভোট গণনা করা হয়েছে। সেই গণনায় বিজেপি প্রার্থী জিতে গিয়েছেন।

এর ফলে বিভ্রান্তি বেড়েছে। এই খবরের পর ওই এলাকার বিভিন্ন অঞ্চলে বিজয় মিছিলও করা হয়েছে। আর এই রটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী বলেন, কোথায় কী হয়েছে জানি না, তবে গণনায় কারচুপি হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমি মামলাও করি। সেই কারণেও ভয় পেয়ে পাল্টা আমাকে নানা মামলায় ফাঁসাতে চাইছে।

English summary
Trinamool Congress won in Panchayat Election but BJP has won in Facebook. People of Dabgram and Fulbari is confused.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X