For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ের মিরিক-সহ চার পুরসভায় দখল তৃণমূলের, তিনটিতে এগিয়ে মোর্চা

ভোট মিটলেও, চাপানউতোর চলছে এখনও। মঙ্গলবারই ভোট বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। এরই মধ্যে বুধবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা।

Google Oneindia Bengali News

ভোট নিয়ে চাপানউতোরের মধ্যেই বুধবার ভাগ্য নির্ধারণ হয়ে গেল রাজ্যের সাত পুরসভার। পাহাড়ের একটি পুরসভা ও সমতলের তিন পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। মিরিক পুরসভায় জয়ী হয়ে এই প্রথম পাহাড়ে পা রাখল তৃণমূল। তিন দশক পর সমতলের কোনও রাজনৈতিক দল জয়ী হল পাহাড়ে। সমতলের কংগ্রেসের দুর্গে এবার ফুটল ঘাসফুল। একচ্ছত্র আধিপত্য কায়েম করে তিনটি পুরসভাতেই জয়ী তৃণমূল কংগ্রেস।

পাহাড়ের বাকি তিন পুরসভা অর্থাৎ দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পংয়ে দাপট মোর্চার। এবারই প্রথম একপেশে ভোট হয়নি পাহাড়ে। পাহাড়ের চার পুরসভায় তাই ঘাসফুল ফোটার সম্ভাবনা ছিল। মিরিক দিয়েই যে পাহাড়ে পা রাখতে চলেছে তৃণমূল, তেমনই আভাস পাওয়া গিয়েছিল। সেইমতোই মিরিক দখল হয়েছে।

হাইকোর্টের শুনানির দিকে চেয়ে শুরু ভোট গণনা, এগিয়ে তৃণমূল

দার্জিলিং-এ একচ্ছত্র আধিপত্য রেখে জয়ী হয়েছে বিমল গুরুংয়ের মোর্চা। ৩২টির মধ্যে ৩১টিতেই জয়ী তারা। তৃণমূল কংগ্রেস এখানে একটি আসনে জয়ী হয়েছে। কালিম্পংয়ে পিছিয়ে আছে মোর্চা। এগিয়ে জ্যাপ। আর কার্শিয়াংয়ে এগিয়ে রয়েছেন মোর্চা প্রার্থীরা।

এবারই প্রথম পুরভোট হল মুর্শিদাবাদের ডোমকলে। প্রথম যুদ্ধেই অধীরের দুর্গ মুর্শিদাবাদে ঘাসফুল ফুটল। ডোমকলে ২১টির মধ্যে ১৮টিতেই জয়ী হল তৃণমূল। তেমনই পূজালিতেও দাপট তৃণমূলের। ১৬টির মধ্যে ১২টিতে জয়ী হয়েছে তারা। পূজালিতে দু'টি ওয়ার্ড দখল করেছে বিজেপি। বাকি আসনগুলিতে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। একটি কংগ্রেস, একটিতে জয়ী নির্দল। আর রায়গঞ্জে কংগ্রেসের কাছ থেকে তৃণমূল ছিনিয়ে নিল পুরসভা। ২৭টির মধ্যে ২৪টিতে জয়ী হয়েছে তৃণমূল।

রায়গঞ্জের কংগ্রেস দুর্গেও থাবা বসিয়ে দিল তৃণমূল। কংগ্রেসের ভিত তছনছ হয়ে গেল। হেরে গেলেন পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। এখানেও একটি ওয়ার্ডে জয়ী হল বিজেপি। এরই মধ্যে নজর থাকবে হাইকোর্টের শুনানির দিকে। এদিন সাড়ে ১০টায় বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে কংগ্রেসের করা ভোট বাতিলের মামলার শুনানি হবে। তাই ঘোর অনিশ্চয়তার মধ্যেই ফলাফল প্রকাশ হল।

একনজরে ফলাফল

  • কালিম্পংয়ে মোর্চাকে টেক্কা দিয়ে এগিয়ে গেছেত্রীর জন আন্দোলন পার্টি। তারা ৮টি আসনে জয়ী হয়েছে। মোর্চা জয়ী ৩টিতে।
  • কার্শিয়াংয়ে মোর্চার দাপট বজায় থাকলেও তৃণমূল জয়ী হয়েছে তিনটি ওয়ার্ডে।
  • দার্জিলিং পুরসভা দখলে রাখল মোর্চা জোট, ৩১টি ওয়ার্ডে জয়ী বিজেপি-মোর্চা জোট তৃণমূলের ১টি ওয়ার্ড।
  • পূজালি পুরসভা তৃণমূলের দখলে, ১২ টি ওয়ার্ডে জয় ঘাসফুলের।
  • ডোমকল পুরসভা তৃণমূলের দখলে, তৃণূমূলের দখলে ২০টি ওয়ার্ড।
  • ডোমকলের ৯ নম্বর ওয়ার্ডে জয়ী জোটপ্রার্থী যোগ দিলেন তৃণমূলে। ২০ নম্বর ওয়ার্ডে জয়ী হন জোটপ্রার্থী রফিকুল ইসলাম।
  • রায়গঞ্জ পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ২৪টি ওয়ার্ড তৃণমূলের দখলে, ১টিতে জয়ী বিজেপি।
  • পূজালি পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ১৬টির মধ্যে ৯টিতে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
  • রায়গঞ্জে ৯টি ওয়ার্ডের ফলাফল ঘোষিত হয়েছে। একটি করে ওয়ার্ডে জিতেছে কংগ্রেস ও বিজেপি। বাকি সাতটি গিয়েছে তৃণমূলের দখল।
  • পূজালিতে চারটি ওয়ার্ডে জয়ী তৃণমূল, একটি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি।
  • মিরিক পুরসভায় ন'টি ওয়ার্ডের মধ্যে ৬টিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।
  • ডোমকলে ১৮টি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অধীর গড়ে আবার ঘাসফুলের দাপট।
  • মিরিক পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। ৯টি ওয়ার্ডের মধ্যে ৬টি ওয়ার্ডে জয়ী হল তৃণমূল। ৩ টি ওয়ার্ডে জয়ী মোর্চা।
  • রায়গঞ্জে ২২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। রায়গঞ্জের কংগ্রেস দুর্গেও পুরসভা দখলের পথে ঘাসফুল শিবির।
  • পূজালিতে দু'টি ওয়ার্ডে জয়ী বিজেপি, একটিতে কংগ্রেস, চারটিতে তৃণমূল জয়ী।
English summary
Trinamool congress win in four municipal election including Mirik
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X