হাতিয়ার ইয়েদুরাপ্পার মন্তব্য, কর্নাটকে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রেক্ষিতে এবার কর্নাটকে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। এর আগে তৃণমূলের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল উত্তরপ্রদেশে। যদিও প্রতিনিধিদলকে বিমানবন্দরের বাইরে বের হতে দেওয়া হয়নি। অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মেঙ্গালুরুতে গুলিতে নিহত ২ জনেপ পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেও ফিরিয়ে নেয় ইয়েদুরাপ্পা সরকার। এরপরেই ইয়েদুরাপ্পা প্রশাসনের সমালোচনা করে সেখানে প্রতিনিধি দল পাঠানোর কথা জানান মুখ্যমন্চ্রীর মমতা বন্দ্যোপাধ্যায়।

সিদ্ধান্ত বদল ইয়েদুরাপ্পা সরকারের
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ২ ব্যক্তির। রাজ্য সরকারের তরফে দুই পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরিয়াপ্পা। কিন্তু বুধবার সেই সিদ্ধান্তে বদল করেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কন্নর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, অপরাধীদের ক্ষতিপূরণ দেওয়াটা ক্ষমার অযোগ্য। যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে এবং নিহতদের ভূমিকা স্পষ্ট হচ্ছে, ততক্ষণ এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না বলেও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

কর্নাটকে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজাবাজের বলেন, তৃণমূল ট্রেড ইউনিয়নের তরফে কর্নাটকের ওই দুই পরিবারকে সাহায্য করা হবে। সেখানেই একটি প্রতিনিধিদল যাবে বলে জানান তিনি। তৃণমূল সূত্রে খবর, এই দলে থাকবেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। নিহতদের পরিবারকে দলের তরফে আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।

অসম, উত্তর প্রদেশে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল
গতবছর ২ অগাস্ট এনআরসির খসড়া তালিকা প্রকাশের পর অসমে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। কিন্তু সেখানে বাধার মুখে পড়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। অন্যদিকে দিন কয়েক আগে দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে লখনৌ গিয়েছিল তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে গিয়ে এই প্রতিনিধিদলের ৪ সদস্যের কাউকেই বিমানবন্দরের বাইরে বেরোতে দেওয়া হয়নি।

সিদ্ধান্তকে কটাক্ষ দিলীপ ঘোষের
তৃণমূলের সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এপ্রসঙ্গে তিনি বলেন, পুরুলিয়ায় সভার জন্য যোগী আদিত্যনাথকে ৪০ কিমি গাড়ি করে যেতে হয়েছিল। যারা উৎপাত করতে যায়, তাঁদের ঢুকতেই দেওয়া উচিত নয় বলে মন্তব্য তরেন তিনি।