For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিতের মঞ্চেই পাল্টা সভা তৃণমূলের, মমতা এবার আসরে নামাচ্ছেন শুভেন্দুকে

অমিত শাহকে পাল্টা দিতে এবার শুভেন্দু অধিকারীকে আসরে নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের মঞ্চেই সভা করে তৃণমূল কংগ্রেসের তরফে তিনি বার্তা দেবেন পুরুলিয়াবাসীকে।

  • |
Google Oneindia Bengali News

অমিত শাহকে পাল্টা দিতে এবার শুভেন্দু অধিকারীকে আসরে নামাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের মঞ্চেই সভা করে তৃণমূল কংগ্রেসের তরফে তিনি বার্তা দেবেন পুরুলিয়াবাসীকে। সেইসঙ্গে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেবে, এই বাংলা বিজেপির নয়। এই বাংলা তৃণমূল কংগ্রেসের। সভায় শুভেন্দু ছাড়াও উপস্থিত থাকার কথা আরও দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও শশী পাঁজার।

অমিতের মঞ্চেই পাল্টা সভা তৃণমূলের

অমিত শাহের সভা বৃহস্পতিবার। আর তার পাল্টা সভা হবে ১ জুলাই রবিবার। অমিত শাহ দুদিনের বঙ্গ সফরে রাজ্যে এসেছেন। বুধবার কলকাতা সংলগ্ন এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার বের হবেন জেলা সফরে। তার মধ্যে দুটি জেলাতে এবার যাচ্ছেন অমিত শাহ। এক, বীরভূম ও দুই, পুরুলিয়া। বীরভূমে অনুব্রত মণ্ডলের গড়ে তিনি যেমন যাবেন, তেমনই পুরুলিয়া সভা করে পরিবর্তনের বার্তা দেবেন।

সেই কারণেই তড়িঘড়ি তৃণমূলের সভা বলে মনে করছে রাজনৈতি মহল। তৃণমূল নেতৃত্ব খোলাখুলিই জানিয়েছে, মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্যই পাল্টা সভা করার ভাবনা তাদের। তৃণমূল নেতৃত্বের দাবি, এই সভায় মৃত তিন বিজেপি কর্মীর পরিবারকে উপস্থিত করিয়ে নানা উসকানিমূলক বার্তা ছড়াবে বিজেপি নেতৃত্ব। তার যোগ্য জবাব দেওয়া জরুরি। অমিত শাহ জেলায় এসে কী নির্দেশ দেন, তার পাল্টা দিতেই এবং কুৎসা-অপপ্রচারের জবাব দিতেই শুভেন্দু-ফিরহাদদের দায়িত্ব দেওয়া হয়েছে এই সভার।

English summary
Trinamool Congress targets to arrange public meeting on Amit Shah’s stage. Mamata Banerjee orders to Subhendu Adhukari and Firhad Hakim.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X