For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য ২০২১! কোটি কোটি মহিলা ভোটারের জন্য তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি

লক্ষ্য ২০২১! কোটি কোটি মহিলা ভোটারের জন্য তৃণমূলের নতুন কর্মসূচি

  • |
Google Oneindia Bengali News

২১-এর লক্ষ্য জয়ে যুবশক্তির সূচনার পর মহিলাদের মন জয়ে পৃথক কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। তাঁদের লক্ষ্য প্রায় দুকোটি মহিলা ভোটার। পরিসংখ্যানে দেখা গিয়েছে ২০১৪ এবং ২০১৯ এ রাজ্যে মহিলা ভোটারদের একটা বড় অংশ বিজেপি তাদের দখলে রাখতে পেরেছিল। কিন্তু বিধানসভা নির্বাচন লোকসভার থেকেও কঠিন। সেই পরিস্থিতিতে মহিলাদের কাছে টানতে চায় তৃণমূল।

 সপ্তাহব্যাপী সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি

সপ্তাহব্যাপী সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি

রবিবার থেকে সপ্তাহব্যাপী বিশেষ সোশ্যাল নেটওয়ার্কিং কর্মসূচি শুরু করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। কর্মসূচি রূপায়নে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। ়

কর্মসূচি রূপায়নের পদ্ধতি

কর্মসূচি রূপায়নের পদ্ধতি

এই কর্মসূচিতে তৃণমূলের তরফে প্রতি বুথে একজন করে মহিলাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ২০ জনের কাছে পৌঁছে যাওয়ার। তিনি ওই ২০ জনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পৌঁছে দেওয়ার কাজ করবেন। মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেসব প্রকল্প চালাচ্ছে, তা ওইসব মহিলাদের কাছে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত রাজ্যে প্রায় ৭০ হাজার বুথ রয়েছে।

কন্যাশ্রী, রূপশ্রীকে তুলে ধরতে কর্মসূচি

কন্যাশ্রী, রূপশ্রীকে তুলে ধরতে কর্মসূচি

রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাটার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের জন্য অনেক কাজ করেছেন কিংবা করে চলেছেন। তার মধ্যে রয়েছে কন্যাশ্রী এবং রূপশ্রীর মতো প্রকল্পও। এই সুবিধা প্রত্যন্ত এলাকার বাসিন্দারা যাতে পায়, এবং তা সেইসব এলাকায় তুলে ধরা যায়, সেই দিকে লক্ষ্য রেখেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।

২১-এর লক্ষ্য জয়ে যুবশক্তির সূচনা করেছিলেন অভিষেক

২১-এর লক্ষ্য জয়ে যুবশক্তির সূচনা করেছিলেন অভিষেক

গত জুনে যুবকদের কাছে টানতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবশক্তি নাম দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছিলেন। জুন মাসে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, করোনা ও আম্ফান পরিস্থিতির মোকাবিলায় কঠিন সময়ে রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে যুব বাহিনী। নিজের পাড়ায়, অঞ্চলে, শহরে মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দেবে এই বাহিনীর সদস্যরা। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এই বাহিনীতে যুক্ত হতে পারবেন। প্রায় এক লক্ষ যুবক, যুবতীকে এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। কম সময়ে এই কর্মসূচিতে বহু যুবক যোগ দেন। ফলে পরে বাংলার যুবশক্তি কর্মসূচিতে শীঘ্রই ১০ লক্ষ যুবযোদ্ধাকে সামিল করার কথা ঘোষণা করা হয়।

বিহারে জোটে ফাটল ধরছে, ২০২০ বিধানসভা নির্বাচনের আগে সঙ্কট বাড়ছে নীতীশেরবিহারে জোটে ফাটল ধরছে, ২০২০ বিধানসভা নির্বাচনের আগে সঙ্কট বাড়ছে নীতীশের

English summary
Trinamool Congress targets 2 crore female voters before 2021 Assembly Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X