For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙন স্পষ্ট তৃণমূল শিবিরে! মমতা-বিহীন শুভেচ্ছা-পোস্টারে জ্বলজ্বল করছেন মুকুল

তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন শুভেচ্ছা পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের আড়াআড়ি বিভাজন সুস্পষ্ট এই পোস্টারেই।

  • |
Google Oneindia Bengali News

তবে কি ভেঙেই যাচ্ছে তৃণমূল! তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন শুভেচ্ছা পোস্টার ঘিরে জল্পনা তুঙ্গে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের আড়াআড়ি বিভাজন সুস্পষ্ট এই পোস্টারেই। এক পক্ষ বলছে তৃণমূলে ভাঙন অবশ্যম্ভাবী। অন্য পক্ষ বলছে, মানুষ তৃণমূলটা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। মুকুল রায় থাকল কি গেল, তাতে কিছু যায় আসে না।

ভাঙন স্পষ্ট তৃণমূল শিবিরে! মমতা-বিহীন শুভেচ্ছা-পোস্টারে জ্বলজ্বল করছেন মুকুল

শারদীয়া উৎসব শেষ। বিজয়া দশমীর পরই দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে শারদীয়া, মহরম ও দীপাবলীর শুভেচ্ছা পোস্টার লাগানো হয়। পাশাপাশি দুটি পোস্টার। একটি পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যদের ছবি দিয়ে শুভেচ্ছো জানানো হয়েছে। কিন্তু যত বিতর্ক পাশের পোস্টারটি নিয়ে। তৃণমূলের ব্যানারে সেই পোস্টারে ছবি মুকুল রায় ও তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নরোত্তম রায়ের।

ওই পোস্টারে লেখা- 'শুভ শারদীয়া, মহরম ও দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা। সৌজন্যে ও শুভেচ্ছায় নরোত্তম রায়।' এই নরোত্তম রায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। আর তার পাশেই তৃণমূল কংগ্রেস নেতা রাজেন শীলের সৌজন্য-পোস্টার। সেই পোস্টারে লেখা- 'দুর্গাপূজা, মহরম, দীপাবলী ও ছটপূজা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।' সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অর্পিতা ঘোষ ও অন্যান্যদের ছবি।

ভাঙন স্পষ্ট তৃণমূল শিবিরে! মমতা-বিহীন শুভেচ্ছা-পোস্টারে জ্বলজ্বল করছেন মুকুল

এখন মুকুল রায়ের ছবি সম্বলিত পোস্টার ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। শুধু ছবি ঘিরে জল্পনাই নয়, আইএনটিটিইউসি জেলা সভাপতি নরোত্তম রায় বলেন, 'এই পোস্টার মুকুল রায়পন্থীদের পোস্টার এমন কোনও বিষয় নয়। জেলার মানুষের কাছে শুভেচ্ছা বার্তা পাঠানাোর চেষ্টা করেছি এই যা। তবে আমি মুকুল রায়ের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। অনেকেই মুকুল রায়ের সঙ্গে রয়েছে। মুকুল রায় যেদিকে যাবেন তৃণমূলের একটা বড় অংশ সেদিকেই যাবে। এটা স্পষ্ট হয়ে গিয়েছে।'

তিনি বলেন, 'মুকুল রায় তৃণমূল ছেড়ে নতুন একটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন। আমরা সেদিকেই তাকিয়ে আছি। তৃণমূল কংগ্রেস বড়সড় ভাঙন ধরছেই।' নরোত্তম রায়ের এই বক্তব্যের পাল্টা বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকী বলেন, 'সবাই তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। মুকুল রায় দলে থাকলেন কি গেলেন, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কোনও প্রভাবই পড়বে না মুকুল রায় না থাকলে।'

English summary
Trinamool Congress split on Balurghat in Mukul Roy's greetings poster
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X