For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কার্যালয় থেকে সরল দলীয় পতাকা,পিকের কাজ নিয়ে দলকে হুঁশিয়ারি! তৃণমূলের প্রভাবশালী বিধায়ককে নিয়ে জল্পনা

দিন কয়েক আগে বলেছিলেন, দলে অনেক অপমান সহ্য করেছেন, আর নয়। এবার নিজের কার্যালয় থেকে দলীয় পতাকা সরিয়ে দিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী (mihir goswami)।

  • |
Google Oneindia Bengali News

দিন কয়েক আগে বলেছিলেন, দলে অনেক অপমান সহ্য করেছেন, আর নয়। এবার নিজের কার্যালয় থেকে দলীয় পতাকা সরিয়ে দিলেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী (mihir goswami)। একইসঙ্গে প্রশান্ত কিশোরের (prashant kishor) কাজ নিয়েও আক্রমণ শানিয়েছেন তিনি।

দলেই অপমানের অভিযোগ

দলেই অপমানের অভিযোগ

দলে জন্মলগ্ন থেকে জড়িত। সেরকমই বর্ষীয়ান বিধায়ক মিহির গোস্বামী সরব হয়েছিলেন দলের কর্মকাণ্ড নিয়ে। তাঁর অভিযোগ ছিল, বিধায়কদের মতামত ছাড়াই তৃণমূলের জেলা কমিটি তৈরি করা হয়েছে। দলীয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি দলেই দলবিরোধী কাজে মদতের অভিযোগ করেছিলেন তিনি।

 সাংগঠনিক পদ থেকে নিজেই নিয়েছিলেন অব্যাহতি

সাংগঠনিক পদ থেকে নিজেই নিয়েছিলেন অব্যাহতি

ক্ষুব্ধ হয়ে, নিজেই দলের কাজ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানিয়েছিলেন বেশ কয়েকদিন আগে। তিনি বলেছিলেন, ৫০ বছর রাজনৈতিক নেতা হিসেব কাটিয়েছেন। তাও তিনি তৃণমূলে উপযুক্ত নন। তাই সংগঠনের কাজ থেকে সরে যাচ্ছেন।

আইপ্যাক কন্ট্রাক্টর সংস্থা

আইপ্যাক কন্ট্রাক্টর সংস্থা

মধ্যের কয়েকদিন কলকাতায় কাটান মিহির গোস্বামী। কোচবিহারে ফিরেই তোপ দাগেন পিকের সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে। পাশাপাশি দলের সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, কোনও রাজনৈতিক দল কোনও কন্ট্রাক্টর সংস্থাকে দিয়ে চালাতে গেলে সেই সংগঠনের ক্ষতির সম্ভাবনা হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। তিনি বলেন সংগঠনের কাজ সংগঠনই করবে। বহিরাগত কোনও সংস্থা সংগঠনকে পরিচালনা করবে, এটা সংগঠনের তরফে ভাল হয় না। এদিকে যে সংস্থাকে কোটি কোটি টাকা দিয়ে দলের তরফে সংগঠনকে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সংস্থা কন্ট্রাক্টর সংস্থা বলে অভিযোগ করায় তৃণমূলে শোরগোল পড়ে গিয়েছে।

দলীয় নেতৃত্বের কাছে 'অধরা' মিহির গোস্বামী

দলীয় নেতৃত্বের কাছে 'অধরা' মিহির গোস্বামী

প্রশান্ত কিশোর ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মিলে উত্তরবঙ্গে দলের রণকৌশল ঠিক করতে বৈঠক করেন দিন কয়েক আগে। সেখানে কোচবিহারের একাধিক বিধায়ক অনুপস্থিত ছিলেন বলে খবর। সেই তালিকায় মিহির গোস্বামীও ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে হলেও তিনি অধরাই থেকে যান।

প্রশান্ত কিশোর 'সময়’ দিয়ে দিলেন তৃণমূল নেতৃত্বকে! ২০২১ নির্বাচনের আগে জল্পনাপ্রশান্ত কিশোর 'সময়’ দিয়ে দিলেন তৃণমূল নেতৃত্বকে! ২০২১ নির্বাচনের আগে জল্পনা

English summary
Trinamool Congress's(tmc) mla Mihir Goswami criticises Prashant Kishor's IPAC as contractor organisation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X