For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর মিথ মাটিতে মেশালেন শুভেন্দু! তৃণমূলের সবুজ ঝড়ে ধুয়ে-মুছে সাফ কংগ্রেস

মুর্শিদাবাদের মাটিতে কি অধীর মিথের করুণ পরিসমাপ্তি হল? অন্তত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তেমনই ইঙ্গিত দিচ্ছে। মুর্শিদাবাদের ‘রবীন হুডে’র দাপট শেষ।

Google Oneindia Bengali News

মুর্শিদাবাদের মাটিতে কি অধীর মিথের করুণ পরিসমাপ্তি হল? অন্তত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তেমনই ইঙ্গিত দিচ্ছে। মুর্শিদাবাদের 'রবীন হুডে'র দাপট শেষ। এখন থেকে মুর্শিদাবাদে রাজত্ব তৃণমূল কংগ্রেসের। কংগ্রেসের গড় বলে পরিচিত হলেও, এবারের নির্বাচনে ধুয়ে মুছে সাফ অধীর অ্যান্ড কোং।

অধীর মিথ মাটিতে মেশালেন শুভেন্দু! তৃণমূলের সবুজ ঝড়ে ধুয়ে-মুছে সাফ কংগ্রেস

মুর্শিদাবাদে মোট ২৫০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তার মধ্যে ২৩৯টি গ্রাম পঞ্চায়েতের দখলই তৃণমূল কংগ্রেসের হাতে। আর মাত্র একটি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছে বিজেপি। কংগ্রেসের দখলে রয়েছে দুটি গ্রাম পঞ্চায়েত। বাকি গ্রাম পঞ্চায়েতগুলি ত্রিশঙ্কু হয়েছে। যদিও কংগ্রেসের তরফে অধীর মিথের সমাপ্তি হয়েছে একথা মানতে রাজি নয়। কংগ্রেসের যুক্তি, এখনই নিরপেক্ষ নির্বাচন হলে মুর্শিদাবাদে জিতবে কংগ্রেসই। মালদহেও কংগ্রেস জিতবে, তৃণমূল কংগ্রেস নয়।

[আরও পড়ুন: এক নম্বরের লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি, জঙ্গলমহলের জয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপের][আরও পড়ুন: এক নম্বরের লক্ষ্যে এগিয়ে চলেছে বিজেপি, জঙ্গলমহলের জয়ে তৃণমূলকে চ্যালেঞ্জ দিলীপের]

উল্লেখ্যে, অধীরের জেলার মতো গনিখানের জেলাতেও কংগ্রেসের বাড়বাড়ন্ত শেষ। মালদহে পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। এই জেলাতেও শাসক দল তৃণমূল কংগ্রেসের দাপট দেখাল গ্রাম পঞ্চায়েতে। এমনকী দ্বিতীয় স্থানও ধরে রাখতে পারল না কংগ্রেস। তাঁদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল বিজেপি। আর বামফ্রন্ট নেমে গেল চতুর্থ স্থানে।

তবে পঞ্চায়েতের ফলাফলের নিরিখে একটা জিনিস স্পষ্ট, ভবিষ্যৎ নির্বাচনে মূল লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। এবার নির্বাচনে তৃণমূলের চ্যালেঞ্জার হিসেবে উঠে এল বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা এবং জঙ্গলমহলের জেলাগুলিতে বিজেপির উত্থান স্পষ্ট করছে। আর এবার সবুজ ঝড় বয়ে গিয়েছে সর্বত্রই। সবকটি জেলাতেই তৃণমূল আধিপত্য বজায় রেখেছে।

[আরও পড়ুন: 'দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের', রায়গঞ্জের ঘটনা নিয়ে কী তত্ত্ব দিলেন মমতা ][আরও পড়ুন: 'দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রিসাইডিং অফিসারের', রায়গঞ্জের ঘটনা নিয়ে কী তত্ত্ব দিলেন মমতা ]

English summary
Trinamool Congress raises cyclone in Adhir Chowdhury’s district Murshidabad. TMC gets first position in there to defeat Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X