For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে হোমের শিশুদের! বিতর্কে তৃণমূল বিধায়কের স্ত্রী

কোচবিহারেও হোমকাণ্ড। কোচবিহারের হোমে শিশুদের নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল শাসক দল। অভিযোগের তির শীতলকুচির বিধায়কের স্ত্রী-র দিকে।

Google Oneindia Bengali News

কোচবিহার, ৪ মার্চ : কোচবিহারেও হোমকাণ্ড। কোচবিহারের হোমে শিশুদের নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল শাসক দল। অভিযোগের তির শীতলকুচির বিধায়কের স্ত্রী-র দিকে। অভিযোগ, শাসকদলের বিধায়কের স্ত্রী বলেই, তাঁর হোম থেকে শিশুদের উদ্ধার করা হচ্ছে না। রাজ্য সরকারের নির্দেশ সত্ত্বেও এই হোম থেকে শিশু উদ্ধারে পুলিশ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা প্রবল।[জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, সিআইডি-জালে দুই সরকারি আধিকারিক]

বৃহস্পতিবার রাজ্য সরকারের নির্দেশ পেয়ে কোচবিহারের মাতৃ আশ্রয় হোম থেকে শিশুদের উদ্ধার করতে যায় জেলা প্রশাসন। কিন্তু শিশুদের উদ্ধার করতে ব্যর্থ হয় প্রশাসন। উল্লেখ্য, এই হোমটি চালান তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিতেন বর্মনের স্ত্রী কল্পনা বর্মন। অভিযোগ, জেলা প্রশাসন যাওয়ার আগেই হোমের শিশুদের বাড়িতে সরিয়ে নিয়ে যান তিনি।[শিশুপাচার চক্রে একই দিনে কলকাতা থেকে গ্রেফতার দুই নামী চিকিৎসক]

বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে হোমের শিশুদের! বিতর্কে তৃণমূল বিধায়কের স্ত্রী

প্রশাসন এরপর হোম থেকে ফিরে আসে। বিধায়কের বাড়িতে ওইদিন হানা দেয়নি পুলিশ। এরপর শুক্রবার মাতৃ আশ্রয় হোমের সম্পাদক বিধায়ক-পত্নী কল্পনা বর্মনকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৭ মার্চের মধ্যে ওই শিশুদের সিডব্লুসি বা চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে পাঠিয়ে দিতে হবে। নতুবা প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবে।[ভারতে বছরে ১ লক্ষ শিশু খোয়া যায়, শিশু চুরি ও পাচারে দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ]

মাতৃ আশ্রয় হোমের সম্পাদিকা কল্পনাদেবী ৫ মার্চ পর্যন্ত সময় চেয়েছিলেন। তা মঞ্জুর করা হয়েছে। আরও দু'দিন বাড়িয়ে সময় নির্ধারণ করা হয়েছে ৭ মার্চ।[১৪ বছরের নাবালিকাকে জোর করে বিয়ে করে ৫০,০০০ টাকায় বিক্রি করল স্বামী!]

English summary
Trinamool Congress MLA's wife has hidden children at home!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X