For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার পিকের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরবঙ্গের আরও এক বিধায়ক! কথায় বাড়ল জল্পনা

এবার পিকের বিরুদ্ধে সুর চড়ালেন উত্তরবঙ্গের আরও এক বিধায়ক! কথায় বাড়ল জল্পনা

  • |
Google Oneindia Bengali News

এবার তৃণমূলের (trinamool congress) পরামর্শ দাতা প্রশান্ত কিশোরের ( prashant kishor) বিরুদ্ধে সরব হলেন আরও এক উত্তরবঙ্গের বিধায়ক। পাশাপাশি দলের গণ আন্দোলনের কোনও কর্মসূচি নেই বলেও অভিযোগ করেছেন ওই বিধায়ক। নিজের অসন্তোষের কথা জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)কে চিঠিও দিয়েছেন ওই বিধায়ক।

তৃণমূলে বিদ্রোহী আরও এক বিধায়ক

তৃণমূলে বিদ্রোহী আরও এক বিধায়ক

পিকের কাজ নিয়ে তৃণমূলে বিদ্রোহী আরও এক বিধায়ক। তিনি হলেন জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। প্রশান্ত কিশোরের কাজের জন্য সাংগঠনিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন পিকের ছেলে অরাজনৈতিক। কোনও রাজনৈতিক জ্ঞান তাঁদের নেই। তাঁরা গ্রামের মানুষের ভাষা বোঝে না। গ্রামের মানুষের সঙ্গে তারা মিশতেও পারে না। সেই পরিস্থিতিতে তাঁরা রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে। তিনি আরও বলেন, এক এক ব্লকের চাহিদা একএক রকমের। যা কলকাতায় বসে সব কাজ করা যায় না। তবে এদিন বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ তিনি উগরে দিয়েছেন। তিনি বলেছেন, দল হারলে হারবে প্রশান্ত কিশোরের জন্যই। কেননা পিকের টিম দলের মধ্যে বিভাজন তৈরি করছে।

 গণ আন্দোলনের কর্মসূচি নেই

গণ আন্দোলনের কর্মসূচি নেই

ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর অভিযোগ, গণ আন্দোলন নিয়ে দলের কোনও কর্মসূচি নেই। তাঁর অভিযোগ নতুন কৃষি আইনের বিরুদ্ধেও গণ আন্দোলন গড়ে তোলা যায়নি। গণ আন্দোলন ছেড়ে শুধু মাত্রা দেনা পাওনা দিয়ে দলকে শক্তিশালী করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বিজেপি ও কেপিপির লোকেরা বলছেন, বিজেপি বা কেপিপি করলেও তো একই সুবিধা পাওয়া যাবে। তাহলে তৃণমূল করতে যাব কেন?

মমতাকে বার্তা

মমতাকে বার্তা

তিনি এদিন জানিয়েছেন, এলাকার সমস্যা এবং পিকের কাজ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। তবে তিনি জানিয়েছেন নীতিভ্রষ্ট হবেন না। দরকারে রাজনৈতিক অবসর নেবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে তিনি ময়নাগুড়ি থেকে আরএসপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন। তারপর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দেন। এরুপর ২০১৪ সালের উপনির্বাচন এবং পরে ২০১৬-র নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী হিসেবে এই কেন্দ্র থেকে জয়লাভ করেন।

একের পর এক বিধায়কের ক্ষোভ পিকের বিরুদ্ধে

একের পর এক বিধায়কের ক্ষোভ পিকের বিরুদ্ধে

উত্তরবঙ্গে পিকের বিরুদ্ধে সব থেকে প্রথমে সুর চড়িয়েছিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তিনি ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি বলেছিলেন, কোনও সংস্থা দিয়ে দল চালাতে গেলে দলের ক্ষতি হওয়ার সম্ভাবনা ১০০ শতাংশ। এরপর জেলায় দলের কাজ নিয়ে সরব হয়েছিলেন, সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। কড়া ভাষায় তিনিও পিকের টিমকে সতর্ক করেছিলেন।

শুভেন্দুই হয়তো জানেন না তাঁর নামে পোস্টার পড়ছে, জল্পনা বাড়ালেন তৃণমূলের মন্ত্রীশুভেন্দুই হয়তো জানেন না তাঁর নামে পোস্টার পড়ছে, জল্পনা বাড়ালেন তৃণমূলের মন্ত্রী

English summary
Trinamool Congress MLA from Maynaguri Ananta Deb Adhikari criticises Prashant Kishore's work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X