For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জীবন আছে যতদিন...দিদির ভক্ত ততদিন..., ভোট-শেযে ঐক্যের গান বাঁধল তৃণমূল

জীবন আছে যতদিন...দিদির ভক্ত ততদিন..., ভোট-শেযে ঐক্যের গান বাঁধল তৃণমূল

Google Oneindia Bengali News

ভোটের বাংলায় বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে দেখা গিয়েছে গানকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুলতে। তৃণমূল থেকে বিজেপি- কেউ কম যায়নি পার্টির স্লোগানকে গানের ছন্দে বদলে দিতে। এবার ঊোট যখন প্রায় শেষের পথে, তখন নতুন গান বাঁধল তৃণমূল কংগ্রেস। শেষ দফা ভোটের আগে সেই গান নেট দুনিয়া মাত করে দিচ্ছে।

নতুন গানে একতার বার্তা তৃণমূলের

নতুন গানে একতার বার্তা তৃণমূলের

এবার তৃণমূলের ট্যাগ লাইন ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। তাও গান হয়ে বেজেছে প্রচার সভায়। আর অষ্টম দফা ভোটের আগে তৃণমূল নতুন গান প্রকাশ করল। নতুন গানে মাত নেট দুনিয়া। গানের সঙ্গে ভিডিও মিক্সিংও করা হয়েছে। ভোট ফুরনোর পর এবার নতুন গানে তৃণমূল দিতে চাইছে একতার বার্তা।

তৃণমূলের নতুন গানের প্রথম দু-কলি

তৃণমূলের নতুন গানের প্রথম দু-কলি

বাংলা গানের প্রথম দুটি লাইন- জীবন আছে যতদিন/ দিদির ভক্ত ততদিন/ দিদি আছে হৃদয়ের মাঝে/ দিদি থাকবে যতদিন/ বাংলা জিতবে ততদিন/ দিদির হাত ছেড়ো না। এই গানের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জনতার মাঝে, রোড শো-তে হাঁটছেন, সঙ্গে হাঁটছেন অজস্র মানুষ।

এ গানে শুধু দিদির বন্দনা আর ঐক্য

এ গানে শুধু দিদির বন্দনা আর ঐক্য

তবে তাৎপর্যপূর্ণ হল, এই গানে শুধু দিদির বন্দনা রয়েছে। কোনও ব্যঙ্গ-বিদ্রুপ কিছু নেই। কোনও বিপক্ষ দলকে বিদ্রুপ করা হয়নি। এ গান তো ভোটের নয়, তৃণমূলের ভবিষ্যতের গান। রাজ্যে করোনার বাড়বাড়ন্তের মাঝে তৃণমূল নতুন গান এনেছে। এই গান কতখানি মানুষের মনে জায়গা করে নিতে পারে, তা-ই দেখার।

বিভ্রান্তি ছড়িয়ে আতঙ্কিত করছেন, মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের পাশাপাশি মমতাকে নিশানা শমিকেরবিভ্রান্তি ছড়িয়ে আতঙ্কিত করছেন, মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণের পাশাপাশি মমতাকে নিশানা শমিকের

তৃণমূলের স্লোগান যখন পাল্টে যায় গানে

তৃণমূলের স্লোগান যখন পাল্টে যায় গানে

এর আগে তৃণমূলের স্লোগান বা ট্যাগ লাইন পাল্টে গিয়েছিল গানের ছন্দে। ভোটের আগে মমতাময়ী গান হয়ে বেজে উঠেছিল বাংলা নিজের মেয়েকেই চায়। এই গানের কথা ছিল- বিশ্বাস করি এককথায়/ তাই তো সকলে দিচ্ছি সায়/ যে বোঝে মাটিকে/ যে বোঝে সব/ এই বাংলার যে গৌরব/ বাংলা নিজের মেয়েকেই চায়/ সে থাকলে হবে সম্প্রীতি/ ঐতিহ্য সংস্কৃতি/ তারই পাশে আছে বাংলা/ বর্গীরা নেবে বিদায়/ বাংলা নিজের মেয়েকেই চায়।

English summary
Trinamool Congress makes a new song after West Bengal Assembly Election ending
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X