For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেলেই পদত্যাগ! নয়া সংকটে তৃণমূল দিশেহারা জঙ্গলমহলে

এক আসন আর প্রার্থী একাধিক। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই নয়া সংকটে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় বহু জায়গা প্রার্থীপদ না পেয়ে পদত্যাগের হুঁশিয়ারি চলছে শাসকদলে।

Google Oneindia Bengali News

এক আসন আর প্রার্থী একাধিক। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই নয়া সংকটে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় বহু জায়গা প্রার্থীপদ না পেয়ে পদত্যাগের হুঁশিয়ারি চলছে শাসকদলে। কোথাও আবার ইতিমধ্যে পদত্যাগ করেও দলকে বার্তা দিয়েছেন নির্বাচনে টিকিট না পাওয়া নেতা। মনোনয়নের প্রথম দুদিনে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের অন্দরের হাল-হকিকৎ এমনটাই।

পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেলেই পদত্যাগ! নয়া সংকটে তৃণমূল দিশেহারা জঙ্গলমহলে

[আরও পড়ুন: মমতার মানবিক মুখে অভিভূত ফরওয়ার্ড নেত্রী দল ছাড়লেন, অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের][আরও পড়ুন: মমতার মানবিক মুখে অভিভূত ফরওয়ার্ড নেত্রী দল ছাড়লেন, অধীর-গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের]

এবার জঙ্গলমহলে জোর লড়াই অপেক্ষা করে আছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির জন্য। পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হতেই পুরুলিয়ার ঝালদা, জয়পুর, বাগমুন্ডি, নিতুড়িয়ায় শাসকদলে শুরু হয়েছে অদ্ভুত সমস্যা। প্রার্থীপদের জন্য জোর লড়াই চলছে নিজেদের মধ্যেই। এমনকী টিকিট না পাওয়া নেতাদের অন্য পদ দিয়েও ক্ষোভ প্রশমিত করতে পারছে না তৃণমূল।

পুরুলিয়ার এই ব্লকগুলিতে নেতারা হুমকি দিচ্ছেন, প্রার্থী না করা হলে পদত্যাগ করবেন। দলের সাধারণ সদস্যপদ তাঁরা চান না। তাঁরা চান টিকিট। এই অবস্থায় ঝালদা ২ ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি সুনীলকুমার জেলা সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন। অন্যান্যরাও একই পথে পা বাড়িয়ে রেখেছেন। প্রার্থী হতে না পারলে, তাঁরাও পদত্যাগের রাস্তায় হাঁটবেন।

তৃণমূল অবশ্য এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টায় নানা উপায় অবলম্বন করতে চলেছেন। প্রতি ব্লকে ব্লকে বৈঠক করে জেলা নেতৃত্ব সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তা কতদূর সম্ভব হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যায়। জেলা সভাপতি জানান, কোথাও কোথাও সামান্য যে সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে।

[আরও পড়ুন: সর্বনাশা খেলায় জিততে পারবেন না 'ফ্যাসিস্ট' মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের][আরও পড়ুন: সর্বনাশা খেলায় জিততে পারবেন না 'ফ্যাসিস্ট' মমতা, পঞ্চায়েতের আগে হুঁশিয়ারি মুকুলের]

English summary
Trinamool Congress is threatening to resign without getting a ticket in Panchayat election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X