For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাল কাটল তৃণমূলের, পঞ্চায়েত নির্বাচনে ধাক্কায় ব্লক সভাপতি বদলে নতুন কাঁটা জঙ্গলমহলে

পঞ্চায়েত নির্বাচনের পর জঙ্গলমহলের বিভিন্ন ব্লকে সভাপতি বদল করেছে তৃণমূল নেতৃত্ব। তার প্রভাবে বিভিন্ন অঞ্চলেই ক্ষোভ দানা বাঁধছে।

Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের পর জঙ্গলমহলের বিভিন্ন ব্লকে সভাপতি বদল করেছে তৃণমূল নেতৃত্ব। তার প্রভাবে বিভিন্ন অঞ্চলেই ক্ষোভ দানা বাঁধছে। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূলে নতুন করে সমস্যার তৈরি করেছে ব্লক সভাপতি বদলের সিদ্ধান্ত। সেই ছবি ধরা পড়ল বাঁকুড়ার ইন্দপুরে। ইন্দপুর ব্লক সভাপতিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল হল জেলা তৃণমূল কার্যালয়ে।

তৃণমূলে ব্লক সভাপতি বদলে নতুন কাঁটা জঙ্গলমহলে

সোমবার বাঁকুড়া জেলা পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান একদল তৃণমূলকর্মী-সমর্থক। বাঁকুড়ার ইন্দপুরের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি অসিত লায়েককে তাঁর পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব হন হাজার খানেক তৃণমূল কর্মী। আর এই দাবি মানা না হলে তাঁদের আন্দোলন আরও দীর্ঘায়িত হবে বলেও হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

নেতৃত্বের এই সিদ্ধান্তের পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠল। প্রকাশ্যেই একজনের বিরুদ্ধে সরব হয়ে অন্যজনের সমর্থনে সরব হল দলের একাংশ। অসিত লায়েককে কেন সরিয়ে দেওয়া হল, তা জানতে চেয়ে আগেও দরবার করেছেন অসিত লায়েকের অনুগামীরা। এবার ফের প্রকাশ্যে বিক্ষোভ দেখালেন কর্মীরা। রাজ্য নেতৃত্ব কেন ব্লক সভাপতি অপসারণের ব্যাপারে নীরব, তা জানতে চাইলেন বিক্ষোভকারীরা।

এদিন বিক্ষোভ অবস্থান চলাকালীন দাবি ওঠে, অসিত লায়েককে সরিয়ে যাঁকে তৃণমূল ব্লক সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ও নির্দল প্রার্থীদের সাহায্য করেছেন। তারপর তাঁকেই দলের দায়িত্ব দেওয়া হল। অসিত লায়েকের মতো একজন তৃণমূল নেতার অপসারণ আমরা মানেত পারব না। অবিলম্বে তাঁকে পুনর্নিয়োগ করতে হবে।

English summary
Trinamool Congress is in great trouble to change Block president in Jangalmahal. TMC shows agitation in front of district office against president change.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X